বাংলা৭১নিউজ, আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার সান্তাহারে শত্রুতামুলক পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় এক লাখ টাকা মূল্যের ২৫ মন মাছ মেরে ফেলেছে বলে জানাগাছে। জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে সান্তাহার পৌর এলাকার বশিপুর সরদার পাড়া ঈদগাহ মাঠের সামনে সুলতানের পুকুরে শত্র“তামুলকভাবে গ্যাসের ট্যাবলেট বিষ প্রয়োগ করেছে। এতে পুকুরে থাকা ছোট বড়সহ প্রায় এক লাখ টাকা মূল্যের মাছ মরে গেছে। কুকুরের মালিক জানান, এই নিয়ে চার বার এই পুকুরে বিষ দিলো শত্র“পক্ষ। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছির বলে জানাগেছে।
বাংলা৭১নিউজ/জেএস