শনিবার, ১৮ মে ২০২৪, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বর্ণের দাম আরও বাড়ল এবার পোশাকে নায়িকাদের নাম ফুটিয়ে হাজির ভাবনা সোনালী আঁশের সুদিন ফিরিয়ে আনতে চাই: পাটমন্ত্রী অনিয়ম এড়াতে মোবাইল অ্যাপে চাল বিক্রি ৩০ দিনের মধ্যে শহীদ আনোয়ারা উদ্যান ফেরতের দাবি মাগুরায় রেলপথ শিগগিরই চালু হবে : রেলমন্ত্রী যিনি দেশ বিক্রি করতে চেয়েছিল আপনি তো ওনারই সন্তান হেফাজত নেতা মামুনুল হক ডিবিতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত: আইজিপি সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে স্কুলসামগ্রী বিতরণ শাহ্জালাল ইসলামী ব্যাংকের জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ: ইসি হাবিব ইসলামী ব্যাংকের সঙ্গে অ্যাস্ট্রা এয়ারওয়েজের চুক্তি স্বাক্ষর ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যমকর্মীদের প্রবেশে বাধা নেই বেনাপোল-পেট্রাপোল দিয়ে ভারত ভ্রমণে তিনদিনের নিষেধাজ্ঞা ঢাবিতে বিষমুক্ত ফল নিশ্চিতের দাবিতে মানববন্ধন গোপালগঞ্জের সেপটিক ট্যাংকে শ্বাসরুদ্ধ হয়ে ২ শ্রমিক নিহত দিল্লির তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়েছে ভোট বর্জনই বিএনপির আন্দোলন: এ্যানি আফগানিস্তানে বন্যায় ৫০ জনের মৃত্যু

পুকুর খননের বিরুদ্ধে হাইকোর্টের রুল

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৩৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, মোঃ মনজুর-ই-মওলা সাব্বির, নাটোর প্রতিনিধি : জাতীয় ভূমি ব্যবহার নীতিমালা লঙ্ঘন করে কৃষি নির্ভরশীল নাটোর উপজেলায় গাজীপুর মৌজায় আবাদী কৃষি জমি নষ্ট করে ব্যাপক হারে অবৈধ পুকুর খননের মহোৎসব বিরাজ করায় অত্র এলাকায় কৃষি ফসলের উৎপাদন চরমভাবে হ্রাস পাচ্ছে। পাশাপাশি উক্ত এলাকায় বসবাসকারী মানুষের মাথাপিছু আবাদী কৃষি জমির পরিমান ক্রমশই কমতে শুরু করেছে।
সাম্প্রতিককালে জাতীয় ভূমি ব্যবহার নীতিমালা লঙ্ঘন করে স্থানীয় প্রভাবশালী কতিপয় স্বার্থান্বেসী ব্যক্তিরা স্থানীয় প্রশাসনের সহযোগীতায় নির্বিঘ্নে শত শত হেক্টর আবাদী কৃষি জমি নষ্ট করে এবং উহার আকার ও শ্রেণী পরিবর্তনের মাধ্যমে অবৈধ পুকুর খনন করে মৎস চাষ করার ফলে কৃষি নির্ভরশীল বাংলাদেশের দীর্ঘ মেয়াদী ক্ষতি করছেন।
ফলে অত্র এলাকার সর্ব সাধারণের খাদ্য নিশ্চয়তার হুমকি এবং অধিক জলাবদ্ধতাসহ উক্ত এলাকায় পরিবেশের উপর দীর্ঘমেয়াদী বিরুপ প্রভাবের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এবং জাতীয় ভূমি ব্যবহার নীতিমালার বিধি-বিধান যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর মৌজায় ভূমির আকার ও শ্রেণী পরিবর্তন করে অবৈধ পুকুর খনন বন্ধে অত্র এলাকার সর্বসাধারণ মানুষ স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিতভাবে অবহিত করেন।
এই বিষয়ে প্রশাসনিকভাবে কার্যকরি কোন পদক্ষেপ গ্রহন না করায় এলাকাবাসীর পক্ষে মোঃ মোজাম্মেল, মোঃ শামসুজ্জামান ও মোঃ হাবিবুর রহমানসহ অত্র এলাকার সচেতন ২৭জন কৃষক স্বপ্রণোদিত হয়ে গাজীপুর মৌজায় কৃষি আবাদী জমি নষ্ট করে এবং উহার আকার ও শ্রেণী পরিবর্তনের মাধ্যমে অবৈধ পুকুর খনন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে প্রশাসনের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে জনস্বার্থে গত ১১/০২/২০১৮ইং তারিখে ২০৭৮/২০১৮ ইং একটি রীট পিটিশন দায়ের করেন। যা গত ১২/০২/২০১৮ইং তারিখে শুনানীর পরে মহামান্য হাইকোর্ট বিভাগ গাজীপুর মৌজায় অবৈধ পুকুর খনন বন্ধে সচিব, ভূমি মন্ত্রণালয়, নাটোর জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (সদর) এর প্রতি রুল নিশি জারি করেন।
উক্ত রীটপিটিশনকারীর পক্ষে সুপ্রীম কোর্টের আইনজীবি মোঃ জালাল উদ্দিন (উজ্জ্বল) উক্ত রীটি পিটিশনটি দায়ের করেন এবং উক্ত রীটের শুনানীতে মোঃ মেসবাউল ইসলাম আসিফ অংশগ্রহন করেন ও তাকে সার্বিক সহযোগীতা করেন রীট দায়েরকারী হাইকোর্টের আইনজীবি ।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com