ক্লুলেস ও বহুল আলোচিত রংপুরের পীরগঞ্জে নবজাতক কন্যাসহ মাকে হত্যার ঘটনায় মূলহোতা মাসুদ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) তাকে আটক করে।
সোমবার (১৭ জুলাই) দিবাগত রাতে গাজীপুরের গাছা থেকে তাকে আটক করে র্যাব-১ এর একটি দল।
অন্যদিকে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে চার বছরের শিশু অপহরণ ও মোটা অংকের মুক্তিপণ দাবির ঘটনায় অপহৃত শিশুকে চট্টগ্রাম মহানগরীর সদরঘাট এলাকা থেকে উদ্ধার করেছ র্যাব-১০ এর পৃথক দল।
একই ঘটনায় অপহরণ চক্রের মূলহোতা শাফায়েত হোসেন ওরফে আবিরসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত পৃথক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
বাংলা৭১নিউজ/এসএইচবি