মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ডিজিটাল মাধ্যমে বিদেশে অর্থপাচার রোধে প্রশিক্ষণের বিকল্প নেই বৃক্ষ সংরক্ষণ ও সম্প্রসারণ বিষয়ক গবেষণা বৃদ্ধি করা হবে বিকাশ অ্যাপে খোলা যাচ্ছে সেভিংস এলজিইডি’র সেই প্রকৌশলীর স্ত্রীরও ৬ কোটি টাকার অবৈধ সম্পদ! ব্যাটারিচালিত রিকশা কোথায় কীভাবে চলবে নির্দেশনার পর ব্যবস্থা ডিএমপি ভারত থেকে রেলের ২০০ বগি কিনছে বাংলাদেশ, চুক্তি সই মেয়রের সামনে কাউন্সিলর রতনকে জুতাপেটা করলেন কাউন্সিলর চামেলী বাজেট অধিবেশন শুরু ৫ জুন দেশের অর্থনীতি শূন্যে, ক্র্যাশল্যান্ডিং হতে পারে বাজার ম‌নিট‌রিং জোরা‌লো করতে প্রধানমন্ত্রীর নি‌র্দেশ রাইসির মৃত্যুতে রাষ্ট্রপতির শোক মেয়েকে ঘুমে রেখে ফ্যানের সঙ্গে ফাঁসিতে ঝুললেন মা প্রধানমন্ত্রী ব্যাটারিচালিত রিকশার স্ট্যান্ডার্ড তৈরি করতে বলেছেন বঙ্গবন্ধু শান্তি পুরস্কার দেবে বাংলাদেশ, নীতিমালা অনুমোদন ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে শেখ হাসিনার শোক ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বিশ্বনেতাদের শোক কুমিল্লায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রেসিডেন্ট রাইসি নিহত, ইরানে পাঁচদিনের শোক ঘোষণা প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

পিস্তল পাইপগান ও ৫ রাউন্ড গুলিসহ শাহজাদপুরে গ্রেফতার ৪ ডাকাত

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২১৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, শামছুর রহমান শিশির, সিরাজগঞ্জ প্রতিনিধি : দিনেদুপুরে শাহজাদপুরে ডাকাতি করে পালানোর সময়  বৃহস্পতিবার দু’টি আগ্নেয়াস্ত্র, ৫ রাউন্ড গুলিসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: খাজা গোলাম কিবরিয়ার নেতৃত্বে পরিচালিত থানা পুলিশের একটি দল। ডাকাতদের মারপিটে আশরাফুল ইসলাম(৩২) নামের এক এনজিও কর্মী গুরুতর আহত হয়।

আহত আশরাফুলকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। গ্রেফতারকৃত ৪ ডাকাত হলেন,শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের পোতাজিয়া গ্রামের মৃত ওসমানের ছেলে এরশাদ আলী ওরফে এরশাদ ডাকাত (৩৫), রাজবাড়ি জেলার পাংসা উপজেলার জয়গ্রামের নজরুল ইসলামের ছেলে হাসান আলী (৩০), পাবনা সদর উপজেলার অরেঙ্গাবাজ গ্রামের মৃত আকবর শেখের ছেলে নজরুল ইসলাম (৪০) ও পাবনা জেলার সুজানগর উপজেলার নারুহাটি গ্রামের মৃত আকবর আলীর ছেলে আফজাল হোসেন (৪৫)।

পুলিশ ওই ৪ ডাকাতের কাছ থেকে ডাকাতির কাজে ব্যাবহৃত বিদেশী তৈরি ১টি অত্যাধুনিক সচল পিস্তল, পিস্তলের ৩ রাউন্ড গুলি, ১টি দেশীয় শাটারগান ও শাটারগানের ২ রাউন্ড গুলি,২টি ধারালো চাপাতি, ৪টি মোবাইল ও ডাকাতির কাজে ব্যাবহৃত ২টি মোটরসাইকেল উদ্ধার করে। এ ঘটনায় সাজেদা ফাউন্ডেশন নামের ওই এনজিও’র এরিয়া ম্যানেজার জাকির হোসেন বাদী হয়ে শাহজাদপুর থানায় ডাকাতি মামলা দায়ের করেছেন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খাজা গোলাম কিবরিয়া ও সাজেদা ফাউন্ডেশনের শাহজাদপুর ব্রাঞ্চের ম্যানেজার আমিনুল ইসলাম জানান,”এ দিন দুপুরে সাজেদা ফাউন্ডেশনের শাহজাদপুর ব্রাঞ্চের মাঠকর্মী আশরাফুল ইসলাম(৩২) তাদের দুটি সমিতি সদস্যদের কাছ থেকে মোট ১ লাখ ৬৪ হাজার ৩’শ ৫৩ টাকা কালেকশন করে অফিসে ফিরছিলেন। তিনি খারুয়াজংলা ব্রিজের কাছে পৌছালে ৪ ডাকাত আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ও তাকে বেধরক মারপিট করে ব্যাগে থাকা টাকা লুট করে ২টি মোটরসাইকেল যোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় আহতর আর্তচিৎতারে পার্শবর্তী শত শত লোকজন ছুটে এসে ডাকাতদের ধাওয়া করে চারদিক থেকে ঘিরে ফেলে পুলিশে খবর দেয়। এ সময় ডাকাতদল উপস্থিত জনতাকে লক্ষ করে গুলি ছোড়ার হুমকি দিয়ে এলাকাবাসীকে ভয় দেখানোর চেষ্টা করে।

উপস্থিত জনতাও ডাকাতদের পাল্টা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। খবর পেয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়ার নেতৃত্বে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে অস্ত্রশস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করে থানায় নিয়ে আসে। তবে ডাকাতি হওয়া অর্থ এখনও উদ্ধার হয়নি ।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: খাজা গোলাম কিবরিয়া জানিয়েছেন, খোয়া যাওয়া টাকা উদ্ধারের জোর চেষ্টা চলছে।’ এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com