পিরোজপুরের কাউখালী উপজেলার চিড়াপাড়া টেম্পু স্ট্যান্ডে অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
সোমবার (১৮ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় ইউপি সদস্য মো. হেমায়েত হোসেন জানান, রাতে টেম্পু স্ট্যান্ডের পারভেজ হাওলাদারের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ওই স্ট্যান্ডের মনির মীরের মুদি দোকান, পারভেজ হাওলাদারের চায়ের দোকান, আলমগীর শেখের ওষুধের দোকান, ইসমাইল হাওলাদারের মুদি দোকান, সুকান্ত ধোপার চায়ের দোকান, বিমল হাওলাদারের হোমিও ওষুদের দোকান, হুমায়ুন হাওলাদের দোকান ও ডালিম হাওলাদারের কীটনাশকের দোকানসহ ১১টি দোকান পুড়ে যায়। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছি।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন, রাতে খবর পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতা করে।
বাংলা৭১নিউজ/সিএফ