বাংলা৭১নিউজ, আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় বাবার লাঠির আঘাতে আহত ২ বছরের শিশু কন্যা লামিয়ার মৃত্যু হয়েছে। শনিবার (২৪ জুন) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধাীন অবস্থায় সে মারা যায়। নিহত লামিয়া খাতুন উপজেলার দক্ষিণ সখিপুর গ্রামের রমজান আলীর কন্যা।
স্থানীয়রা জানান, ঈদে নতুন মোবাইল ক্রয় করাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার সন্ধ্যায় রমজান তার স্ত্রী মালিজা খাতুনকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করতে থাকেন। এক পর্যায়ে লাঠির আঘাত তাদের শিশু কন্যা লামিয়ার মাথায় লাগে। এতে সে মারাত্মক আহত হয়। আহত অবস্থায় প্রথমে তাকে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে সে মারা যায়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলা৭১নিউজ/জেএস