বাংলা৭১নিউজ,(লক্ষ্মীপুর)প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রায়হান হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় রায়পুর-গাজীনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান চরপাতা গ্রামের নূরনবী কন্ডাক্টরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রায়হান তার এলাকা থেকে মোটরসাইকেলযোগে রায়পুর শহরে আসছিলেন। এ সময় বিপরিত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রায়হান নিহত হন। ঘটনাস্থলে কোনো লোকজন না থাকায় পিকআপ নিয়ে চালক দ্রুত পালিয়ে যান।
রায়পুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া জানান, এ ঘটনায় নিহত যুবকের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এফএস