বাংলা৭১নিউজ, পাবনা: পাবনায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন।
সোমবার সকাল ৭টার দিকে আমিনপুর থানার কাশিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা অটোরিকশার যাত্রী।
নিহতদের মধ্যে আবুল কালাম (৩৬), আব্দুল মালেক (৩২) , জামাল খান (৪৫), সাধন (২৭) ও হাসিনা খাতুনের (২৭) নাম জানা গেছে। এদের বাড়ি পাবনার সাঁথিয়া ও সুজানগর উপজেলায়। নিহত অপরজনের নাম পরিচয় জানা যায়নি।
আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল হুদা জানান, সকালে বালুভর্তি একটি ট্রাক কাশিনাথপুর থেকে পাবনার দিকে যাচ্ছিল। পথে কাশিনাথপুর ব্রিজের পশ্চিম পাশে আহাম্মদপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।
হাসপাতালে নেওয়ার পর আরো দুইজন মারা যান। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলা৭১নিউজ/পিকে