বাংলা৭১নিউজ,(পাবনা)প্রতিনিধিঃ পাবনার চাটমোহরের এই প্রথম কোন করোনা রোগী শনাক্ত হওয়ায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। উপজেলার মূলগ্রাম ইউনিয়নের
বামনগ্রামের মোঃ রেজাউল করিম মোল্লার ছেলে মোঃ জহুরুল ইসলাম মোল্লা (৩২) ও তার ভাই শাহিন নারায়নগঞ্জ থেকে গত ৭ এপ্রিল রাতের আঁধারে নারায়নগঞ্জ হতে পালিয়ে তার নিজ বাড়িতে আসে।
বাড়ি আসার পর সে অসুস্থ্য হয়ে পড়ে। এ অবস্থায় ১৪ এপ্রিলে তার নমূনা সংগ্রহ করে রাজশাহীতে পাঠানো হয়। ১৬ এপ্রিল সন্ধ্যার পর নমুনার পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। তখন চাটমোহর উপজেলা প্রশাসন তাকে তার বাড়িতে হোম কোয়ারেন্টিনে রাখেন এবং আইইডিসিআরকে অবগত করেন। আইইডিসিআর এর নির্দেশনা অনুযায়ি সব নিয়ম কানুন অনুসরণ করে তাকে ১৭ এপ্রিল দুপুরে পাবনা সিভিল সার্জন অফিসের করোনা রোগী পরিবহনের অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়েছে।
তাকে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হবে বলে চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্ত ডা. শুয়াইবুর রহমান জানান। চাটমোহরের এই প্রথম কোন করোনা রোগী শনাক্ত হওয়ায় উপজেলা জুরে প্রশাসন কর্তৃক লকডাউন করা হয়েছে।
বাংলা৭১নিউজ/ইউআর