টাঙ্গাইলের বাসাইলে পুকুরের পানিতে ডুবে মো. সাদ নামের সাড়ে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাউলজানী ইউনিয়নের গিলাবাড়ি উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া সাদ উপজেলা কাউলজানী ইউনিয়নের গিলাবাড়ি উত্তর পাড়া গ্রামের লাবু সরকারের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, শিশুর মা বাড়িতে সরিষার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সাদ ঘরের বাইরে খেলা করছিল। কিছুক্ষণ পর ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পাশের পুকুরে দেখতে যান তিনি। এসময় তিনি পুকুরে সাদকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে সাদকে উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাদকে মৃত ঘোষণা করেন।
বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মরিয়ম আক্তার হ্যাপি জানান, হাসপাতালে আনার আগেই মারা যায় সাদ।
বাংলা৭১নিউজ/এসএইচ