বাংলা৭১নিউজ, জাহাঙ্গীর ভূইয়া, মানিকগঞ্জ প্রতিনিধি: নদীতে প্রবল ¯্রােত, ঘণ ঘণ ফেরি বিকলের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচলে মারাত্মক বিঘœ ঘটায় এ যানজটের সৃষ্টি হয়েছে। দুই ঘাটে তিন ধরে সৃষ্ট যানজট ভয়াবহ আকার ধারণ করছে। ফেরি পারাপরের জন্য পাটুরিয়া ঘাটে বৃহস্পতিবার রাতে আসা নৈশ কোচগুলোকে শুক্রবার সকালে পারাপার হয়েছে। এসব কোচের যাত্রীদেরকে দীর্ঘ সময় বাসের মধ্যেই বসে থেকে অপেক্ষার প্রহর গুণতে হয়েছে। বিশেষ করে শিশু ও নারী যাত্রীদের পয়ঃস্কিাশসনসহ নানা ধরনের অসুবিধায় পড়তে হচ্ছে। ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রীদের পাটুরিয়া ঘাটে এসে যানজটে আটকা পড়ে সীমাহিন দুর্ভোগের শিকার হচ্ছে।
জানা গেছে, পাটুরিয়া ঘাটের যানজট ঘাট এলাকা ছাড়িয়ে নতুন ফরিদপুর পর্যন্ত দুই সাড়িতে মহাসড়কের ২কিলোমিটার এবং দৌলতদিয়া প্রান্তে দুই লাইনে ৩কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃতি হয়ে পড়ে। যানজটের কারণে মানিকগঞ্জের পর থেকে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে পণ্যবাহী ট্রাকগুলোকে রাস্তার উপর আটকিয়ে রাখা হচ্ছে।
বিআইডব্লিউটিসি জানাযায়, শুক্রবার দুপুরে পাটুরিয়া ও দৌলতদিয়া পয়েন্টে ¯্রােতের বিপরীতে ফেরি চলাচল করতে আগের চেয়ে এখন দ্বিগুণেরও বেশী সময় লাগছে। এতে ফেরির ট্রিপ সংখ্যা কমে গিয়ে যানবাহন পারাপার কম হচ্ছে। এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লঞ্চ পারাপারের যাত্রীবাহী দুর পাল্লার কোচগুলো এখন ফেরি পারাপারে চলাচল করছে। ফলে এ রুটে অতিরিক্ত যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে।
এ নৌরুটে চলাচলরত ১০টি রো-রো ফেরির মধ্যে ২টি ফেরি নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে মেরামতে রয়েছে। ফেরি আমনত শাহ গত ৩০ জুন এবং ভাষা শহীদ বরকত গত ১৩ জুলাই নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে পাঠানো হয়।
এছাড়া রো-রো ফেরি বীর শ্রেষ্ট হামিদুর রহমান ১৩ জুলাই , কে-টাইপ ফেরি কপোতি ও ইউটিলিটি ফেরি মাধবীলতা ১৪ জুলাই পাটুরিয়া ঘাটে স্থানীয় ডকইয়ার্ড ভাসমান কারখানায় সাময়িক মেরামতে রয়েছে। এতে ১৮টি ফেরির মধ্যে ১৩টি ফেরি চলাচল করছে। ফলে যানবাহনের তুলনায় ফেরি স্বল্পতা দেখা দিয়েছে। নদীর দুই তীরে গাড়ি জমা হয়ে চার দিন ধরে চলছে ভয়াবহ যানজট।
ফেরির মাস্টাররা জানান, পানির গতিবেগ এত বেশী যে ¯্রােতের বিপরীতে ফেরিগুলো চালাতে হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে ফেরি ছাড়ার পর নির্দিষ্ট নৌ রুটে রাখা কষ্ট কর হয়ে পড়ছে। অনেক সময় ¯্রােতের কারণে ফেরি নির্দিষ্ট নৌ রুটের বাহিরে চলে যাচ্ছে। ফেরিগুলো নিয়ন্ত্রণে রাখা মুশকিল হয়ে পড়েছে।
ভুক্তভোগী একাধিক কোচ চালকরা জানান, শুক্রবার সকাল ১০টায় পাটুরিয়া ঘাটের যানজটে এসে আটকা পড়েছি। বেলা তিনটা পর্যন্ত অপেক্ষা করেও ফেরি পারাপার হতে পারিনি। কখন ফেরির নাগাল পাবো তাও বলতে পারছেন তারা ।
দৌলতদিয়া ঘাটে পাড়ের অপেক্ষায় কয়েকশত যানবাহন
বাংলা৭১নিউজ, নজরুল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধি: পদ্মার প্রবল ¯্রােতের কারনে ব্যহত হচ্ছে দেশের গুরুত্বপূর্ন নৌপথ দৌলতদিয়া পাটুরিয়ার নৌযান চলাচল। শুক্রবার দুপুর পর্যন্ত নদীর দৌলতদিয়া প্রান্তে পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়েছে দুই সাড়িতে পাচ শতাধীক যানবাহন। সরেজমিনে গিয়ে দেখা যায় দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে গোয়ালন্দ ফিড মিল এলাকা পর্যন্ত পাচ কিলোমিটার এলাকায় পারের অপেক্ষায় রয়েছে যানবাহন এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যাবস্থাপক সফিকুল ইসলাম জানান, পদ্মায় ¯্রােত থাকায় ফেরি নদী পার হতে দ্বিগুন সময় লাগছে, তাছারা ২ নম্বর ঘাটটি বন্ধ রয়েছে গত মঙ্গলবার থেকে এতে ব্যহত হচ্ছে পারাপার। যদিও এই রুটে বর্তমানে ১৬ টি ফেরি চলাচল করছে।
বাংলা৭১নিউজ/জেএস