পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। তবে তীব্র শীতে দুর্ভোগে যাত্রী ও চালকসহ ফেরির মাস্টাররা।
চলছে ছোট-বড় ১৬টি ফেরি। এতে ঘাট এলাকায় দুই শতাধিক যানবাহন থাকলেও তা-ও ঘাট এলাকার জন্য স্বাভাবিক অবস্থা বলে জানান এ নৌরুটের এ জি এম মো. জিল্লুর রহমান।
তবে মাঘের কনকনে শীত উপেক্ষা করে বিআইডব্লিউটিসির ৫ শতাধিক কর্মকর্তা-কর্মচারীর সার্ভিস সক্রিয় রাখছে। এদিকে ঘাট এলাকার শ্রমিকরা খড়কুটো জ্বালিয়ে গরম হওয়ার চেষ্টা করছে।
ঘাটের টিকিট বিক্রেতা মো. সোহাগ মিয়া জানান, রাতে কুয়াশা না পড়লেও তীব্র শীতে খুব কষ্ট হচ্ছে। এটা প্রায় ১৫ দিন ধরে শীতের মাত্রাটা বেশি।
৩নং ঘাটের মো. রফিক নামের এক বিআইডব্লিউটিসির কর্মচারী জানান, কয়েক দিনের শীতে রাতে কাজ করা কষ্টসাধ্য হয়ে গেছে। এবার সর্বনিম্ন তাপমাত্রা ঘাট এলাকায় নেমেছে ৯ ডিগ্রি সেলসিয়াস আজ একটু ভালো।
বাংলা৭১নিউজ/এমকে