রবিবার, ১৯ মে ২০২৪, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা: জেলেরা বলছেন ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ মেট্রোরেলে ভ্যাট বসানো এনবিআরের ভুল সিদ্ধান্ত : ওবায়দুল কাদের ভাঙ্গায় চেয়ারম্যানপ্রার্থীর উঠান বৈঠকে হামলা-ভাঙচুর সিঙ্গাপুরে হঠাৎ মাথাচাড়া করোনার, আক্রান্ত প্রায় ২৬ হাজার বাংলাদেশ অর্থনীতি সমিতি সভাপতি কাজী খলীকুজ্জমান, সম্পাদক আইনুল ওএমএস–এ গাফলতি হলে জেল-জরিমানার হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর এসএমই মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী একদল কুকুরের আক্রমণে প্রাণ গেলো যুবকের উখিয়ায় অস্ত্রসহ ৪ আরসা সদস্য গ্রেপ্তার বিশ্ববাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা বৃষ্টি হতে পারে সারাদেশে সফলতার সঙ্গে আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি: মেয়র তাপস গবেষকদের দাবি: ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া কোভ্যাক্সিনের টিকায় কানে নজর কাড়লেন কিয়ারা ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং লোন নিয়ে রিকশা কিনছি, এখন কিস্তি দেবো কি করে ট্রাম্পের মস্তিষ্ক বিকৃত, গণতন্ত্রের জন্য হুমকি বাইডেন মেসির ফেরার ম্যাচে শেষ মুহূর্তে জয় মিয়ামির ১১ বছর পর আরেক বাংলাদেশির এভারেস্ট জয় সৌদি গেলেন ২৮৭৬০ হজযাত্রী, আরও একজনের মৃত্যু

পাটুরিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ লাইন যাত্রী দুর্ভোগ চরমে

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭
  • ৫১৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, জাহাঙ্গীর ভূইয়া, মানিকগঞ্জ প্রতিনিধিঃ ঈদুল আযহা উপলক্ষে ঘরমুখো যাত্রীবাহি যানবাহনের হঠৎ চাপ বেড়ে যাওয়ায় পাটুরিয়া ঘাটে তীব্র যানজট দেখা দিয়েছে। ফেরি পারের অপেক্ষায় আটকা পড়েছে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও ট্রাকসহ ৫শতাধিক যানবাহন। পাটুরিয়ায় ঘাট এলাকা থেকে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের নবগ্রাম পর্যন্ত ৪কিলোমিটার এলাকা জুড়ে বাস-ট্রাকের দীর্ঘ লাইন পড়েছে। এতে যানজটে আটকে পড়া যানবাহন চালক, হেলপার ও ঈদে ঘরমুখো যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে বুধবার থেকে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি’র আরিচা অফিস সুত্রে জানা যায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলাচলরত ১৮টি ফেরির মধ্যে ১৭টি ফেরি চলাচল করছে। ফেরিগুলো দীর্ঘ দিনের পুরানো হওয়ায় নদীতে প্রবল ¯্রােতের বিপরীতে চলতে গিয়ে বিভিন্ন ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে। পাটুরিয়া ঘাটে স্থানীয় ভাসমান কারখানায় প্রতিদিন দু’চারটি ফেরি সাময়িক মেরামতে থাকছে। এখনো রো-রো ফেরি বীর শ্রেষ্ট হামিদুর রহমান যান্ত্রিক ত্রুটির কারণে পাটুরিয়া ঘাটে ভাসমান কারখানায় মেরামতে রয়েছে। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে সচল ফেরিগুলোর মধ্যে ৮টি রো-রো, ৩টি কে-টাইপ ফেরি এবং ৬টি ইউটিলিটি ফেরি রয়েছে। যা দিয়ে ঈদের চাপ মোকাবেলা করা হচ্ছে।
এদিকে মানিকগঞ্জ জেলা প্রশানের পক্ষ থেকে ঈদ পরিস্থিতি মোকাবেলায় ব্যপক প্রস্তুুতি নেয়া হয়েছে। যাত্রীর নিরাপত্তায় ও যানজট মোকাবেলায় ঘাটে এবং মহাসড়কের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিআইডব্লিউটিসি এবং বিআইডব্লিউটিএর সকল কর্মকর্তা-কর্মচারির ছুটি বাতিল করেছে কর্তৃপক্ষ। ভ্রাম্যমান আদালত, মেডিকেল টিম, আর্মড পুলিশ ও র্যাব সদস্যসহ গোয়েন্দা সদস্যরা ঘাট এলাকায় যাত্রী নিরাপত্তায় সার্বক্ষণিক কাজ করছে বলে জানা গেছে।
বিআইডব্লিউটিসি’র ম্যানেজার শফিকুল ইসলাম জানান, সেমবার থেকে ঘাটে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। এছাড়া নদীতে প্রবল ¯্রােতের কারণে দিগুণ সময় ব্যয় হওয়ায় ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যহত হচ্ছে। এসব কারণে যানজটের সৃষ্টি হয়েছে। ঈদের আগে পাটুরিয়া প্রান্তে যানবাহনের চাপ থাকবেই। বুধবার থেকে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকবে। এতে ঈদে যাত্রীবাহী যানবাহনের চাপ সামাল দেয়া সম্ভব হবে বলে তিনি জানান।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com