বাংলা৭১নিউজ, ঢাকা: আগামী ৭ মে’র মধ্যে কোটা সংস্কারের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানানো হবে।
আজ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ৯ এপ্রিল, সোমবার কোটা সংস্কার আন্দোলনকারী প্রতিনিধিদলের সাথে বৈঠকের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের দায়িত্বশীল মন্ত্রী হিসেবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি যে সিদ্ধান্তের কথা জানিয়েছেন সেটাই সরকারের বক্তব্য।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ওবায়দুল কাদের কোটা সংস্কারের বিষয়ে অন্য কেউ যদি কিছু বলে থাকে সেটা তার ব্যক্তিগত মতামত বলে উল্লেখ করেছেন। সূত্র : বাসস।
বাংলা৭১নিউজ/জেএস