বাংলা৭১নিউজ,ডেস্ক: ভারতে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিপুল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় ফেরার পর রাজ্যের মানুষকে অকুন্ঠ ধন্যবাদ দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভারতীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিধানসভার ২৯৪ আসনের মধ্যে ৯৮টিতে ইতোমধ্যেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। এগিয়ে আছে আরও ১১৩ আসনে।
অন্যদিকে বিজেপি জিতেছে দুটি আসনে।
এছাড়া কংগ্রেস ১৩টি আসনে জয়ী হয়েছে এবং এগিয়ে আছে আরও ৩২ টি আসনে।
আর বামজোট এগিয়ে আছে ৩২টি আসনে।
ওদিকে জয়লাভের খবর নিশ্চিত হওয়ার পর কোলকাতায় নিজের বাসভবনে দুপুরে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, গত দুবছর ধরে তার সরকারের বিরুদ্ধে লাগাতার ষড়যন্ত্র হয়েছে।
তাঁর দাবি, এই ভোটের আগে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুর্নীতির ইস্যু তোলা হয়েছিল, কিন্তু মানুষ দুর্নীতির অভিযোগ খারিজ করে দিয়েছে।
এমন কী যারা দুর্নীতির ইস্যু তুলেছেন তাঁদের ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
বৃহস্পতিবার নির্বাচনের ফলাফল প্রকাশের পর তৃণমূল নেত্রী ফের নিশানা করেছেন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকেও, যারা গত দুমাস ধরে রাজ্যে নিরাপত্তার দায়িত্বে ছিল।
মমতা ব্যানার্জি বলেছেন, ভোটের সময় এই কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমেই সন্ত্রাসের আবহ তৈরি করা হয়।
তিনি আরও বলেছেন, ভোটের আগে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে।
তবে একইসঙ্গে তিনি বলেছেন ভুল থেকে তারা শিক্ষা নেবেন।
স্বীকার করেছেন, রাজ্য পরিচালনার ক্ষেত্রে কোনও কোনও ক্ষেত্রে ভুল হয়েও থাকতে পারে।
বিরোধী জোটকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী আরও বলেন, বামপন্থীদের সঙ্গে জোট কংগ্রেসের রাজনৈতিক ভুল হয়েছিল।
একইসঙ্গে কংগ্রেসের সঙ্গে জোট করার জন্য সিপিএমকেও বিঁধেছেন তিনি। বলেছেন, এই ভোটের ফলে জাতীয় ক্ষেত্রে কংগ্রেস ও রাজ্যে সিপিএমের ক্ষতি হয়েছে।
মমতা ব্যানার্জি জানিয়েছেন, আগামীকাল শুক্রবার তৃণমূলের নবনির্বাচিত পরিষদীয় দলের বৈঠক হবে।
বৈঠকে নির্বাচিত হবেন পরিষদীয় দলনেতা।
কালই রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানানো হবে।
এরপর ২৭ মে শপথ নেবে নতুন মন্ত্রিসভা, ওই দিনই দ্বিতীয় দফায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি।
তাৎপর্যপূর্ণভাবে মমতা এদিন আরও বলেছেন, বিজেপির সঙ্গে তাদের মতাদর্শগত ফারাক রয়েছে।
তবে কেন্দ্রে বিজেপিকে ইস্যুভিত্তিক সমর্থনে তৃণমূলের আপত্তি নেই।
এর কিছুক্ষণ আগেই ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদি কলকাতায় টেলিফোন করে মমতা ব্যানাজিৃকে তার বিপুল বিজয়ের জন্য অভিনন্দন জানান।
রাজ্যে তৃণমূলের বিপুল বিজয়ের পর পশ্চিমবঙ্গ জুড়ে বিজয় উৎসব হবে কি না, সে প্রশ্নের জবাবে মমতা ব্যানার্জি জানান ঠিক বিজয় উৎসব নয় – তবে আগামী ১০ দিন ধরে নানা ধরনের ‘সাংস্কৃতিক কর্মসূচী’ পালন হবে।
বাংলা৭১নিউজ/বিবিসি