বাংলা৭১নিউজ,ঢাকা: রাজধানীর পল্লবী থানাধীন কালশী এলাকায় মানিক মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
মানিক মিয়ার বাড়ি নওগাঁ জেলায়। বাবার নাম কিতাব আলী। তিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন।
পল্লবী থানার এসআই বিল্লাল হোসেন জানান, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মানিককে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা সকাল ৬টার দিকে মৃত ঘোষণা করেন।
মানিক পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলেও জানান তিনি।
তবে পল্লবী থানার ওসি দাদন ফকির বলেন, ‘মানিক পুলিশের সোর্স ছিলেন কি না, এ মুহূর্তে বলা যাচ্ছে না। খোঁজ নিয়ে পরে জানানো হবে।’
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, মানিকের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
বাংলা৭১নিউজ/এম