সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সেপ্টেম্বরে সড়কে ঝরেছে ৪২৬ প্রাণ, ৪২ শতাংশই মোটরসাইকেলে দুর্নীতি কিছুটা কমেছে, চাঁদাবাজি তেমন একটা কমেনি হাইকোর্টে আপিল শুনানির উদ্যোগ নেওয়া হচ্ছে: অ্যাটর্নি জেনারেল নেত্রকোণায় ভেঙে গেছে বেড়িবাঁধ, ৪টি ইউনিয়নে কংসের পানি চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ২ বিজ্ঞানী দুর্গাপূজায় স্কুল-কলেজ টানা ১১ দিন ছুটি ৮ দিনের রিমান্ডে সাবেক এমপি শিউলি আজাদ উন্নয়নে অবদানের স্বীকৃতি চায় এনজিওগুলো: দেবপ্রিয় চার্জ দ্য অ্যাফেয়ার্স আসিফ রহমানের সঙ্গে গোলাম পরওয়ারের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত ম্যাক্রোঁর অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বানে চটেছেন নেতানিয়াহু কোটা উঠিয়ে লটারির মাধ্যমে রাজউকের প্লট বরাদ্দের প্রস্তাব গণপূর্ত উপদেষ্টার সাবেক মন্ত্রী সাবের হোসেনকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ চৌধুরী নাফিজ সরাফতের দেশত্যাগে নিষেধাজ্ঞা আমি কোনো দুর্নীতি করিনি : মাদকের ডিজি শুধু মেগা প্রজেক্ট নয়, সবুজায়ন বাড়াতে হবে : পরিবেশ উপদেষ্টা বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা শেরপুরে কমছে নদ-নদীর পানি, বন্যা পরিস্থিতির উন্নতি কর্মচারী হত্যায় হাজী সেলিমসহ ৩ জনকে গ্রেফতার দেখানো হলো

পলিথিন বন্ধে মূল জায়গায় হাত দেয় না সরকার : ব্যারিস্টার সুমন

মানিকগঞ্জ প্রতিনিধি:
  • আপলোড সময় বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫ বার পড়া হয়েছে

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, বাংলাদেশের অবস্থা ১২টা থেকে ১৩টা বেজে গেছে। ১৯৯৫ সালে পলিথিন নিষিদ্ধ করা হয়েছে। অথচ দীর্ঘ ২০ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও পলিথিনের ব্যবহার বন্ধ হয়নি। পলিথিন যে নিষিদ্ধ এটা অনেকেই বিশ্বাসই করে না। যারা পলিথিন বিক্রি করে তাদের চেয়ে যারা পলিথিন আমদানি করে তারা বেশি শক্তিশালী। এ কারণে সরকার তাদের কোনোভাবেই ধরতে চায় না।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জের সিংগাইর থানায় এবি ব্যাংকের দায়ের করা এক মামলার আসামি এবি সিদ্দিকের পক্ষের কৌশলী হিসেবে জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানি শেষে আদালত চত্বরে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার সুমন বলেন, সরকারকে বললে তারা বলেন, আমরা ব্যবস্থা নেব। যারা পলিথিন ব্যবহার করেন বা পলিথিন বিক্রি করেন তাদেরকে ম্যাজিস্ট্রেট দিয়ে ৩০০ কিংবা ৫০০ টাকা জরিমানা করলে তো পলিথিন কোনোদিনও কমবে না। সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। পলিথিন বন্ধে মূল জায়গায় হাত দিতে হবে। 

তিনি আরও বলেন, ফুটবলকে আমি অনেক বেশি ভালোবাসি। সংসদ সদস্য হওয়াটা তো একটা ভ্রমণের মতো, কোথায় গিয়ে শেষ হবে তাও জানি না। সংসদ সদস্য কতদিন থাকতে পারব এগুলা কিছুই জানি না, তবে এটাকে আমি দায়িত্ব মনে করি। আর ফুটবল আমার প্রেম। ফুটবলের মাধ্যমে দেশের যুবসমাজকে অপরাধ, মাদক থেকে দূরে রাখতে হবে।

জাতীয় সংসদে নেতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেয়েছি মন্তব্য করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা-চেতনার সঙ্গে আমার অনেক মিল রয়েছে। যেহেতু তাকে নেতা হিসেবে পেয়েছি, আমি আমার এলাকার (হবিগঞ্জ-৪) উন্নয়ন করব, আর উনি (প্রধানমন্ত্রী) বাংলাদেশের উন্নয়ন করবেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com