ঢাকার টিকাটুলির হাটখোলা রোড এলাকায় বিএসটিআই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। এ সময় মেসার্স এ হাই অ্যান্ড কোং জ্বালানি তেল পরিমাপে ৩টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৩০০, ১৭০ ও ১২০ মিলিলিটার এবং ১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে ১৭০ মিলিলিটার করে কম প্রদান করায় প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ টাকা জরিমানা করে বিএসটিআই। পরে জরিমানাকৃত ফিলিং স্টেশনটি বন্ধ করা হয়।
এ ছাড়া সায়েদাবাদ এলাকার মেসার্স পৌর ফিলিং স্টেশন পরিদর্শনকালে পাম্পে ব্যবহৃত সবগুলো ইউনিট পরিমাপে সঠিক পাওয়া যায়। আজ বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিএসটিআই।
ভ্রাম্যমাণ আদালত অভিযানে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে ঊর্ধ্বতন পরীক্ষক মো. রাকিবুল আলম ও পরিদর্শক মো. ইনজামামুল হক অংশগ্রহণ করেন।
বাংলা৭১নিউজ/এমএস