জয়ন্তী নদী থেকে উদ্ধার অজ্ঞাত নারী ও শিশুর মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত নারী ও শিশু বরিশালের হিজলা উপজেলার বাসিন্দা।
বুধবার (১২ মার্চ) দুপুরে শরীয়তপুরের গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- বরিশালের হিজলা উপজেলার বাসিন্দা তানিয়া আক্তার (২৫) ও তার মেয়ে রাবেয়া (৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (১১ মার্চ) সকালে গোসাইরহাট উপজেলার মশুরগাঁও গ্রামের জয়ন্তী নদীর পাড়ে নারী ও শিশুর মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে গোসাইরহাট থানা পুলিশ। পরে বিভিন্ন গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে খবর পেয়ে নিহতদের স্বজনরা থানায় এসে পরিচয় নিশ্চিত করেন।
এ ঘটনায় নিহত তানিয়ার বাবা দুলাল হাওলাদার তানিয়ার স্বামী আব্দুর রহমানসহ তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম বলেন, জয়ন্তী নদীর পাড় থেকে উদ্ধার অজ্ঞাত নারী ও শিশুর পরিচয় শনাক্ত হয়েছে। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা হত্যা মামলা দায়ের করেছেন।
বাংলা৭১নিউজ/এসএইচ