বাংলা৭১নিউজ, ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আগত এক যাত্রীর মাথার পরচুলা থেকে সোনা জব্দ করেছে ঢাকা কাস্টম কর্তৃপক্ষ।
জব্দকৃত ১৩টি সোনার বারের ওজন দেড় কেজি। এর বর্তমান বাজার মূল্য প্রায় ৬৫ লাখ টাকা মঙ্গলবার রাতে ওই সোনা জব্দ করা হয়।আজ সকালে বিমানবন্দর কাস্টম হাউজের সহকারী কমিশনার এ এইচ এম আহনাসুল কবির এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মো. আমিনুল হক নামে এক যাত্রী মঙ্গলবার রাত সাড়ে ১০টায় মালয়শিয়া থেকে মালিন্দ এয়ারলাইন্সে ঢাকায় আসেন। গোপন সংবাদ থাকায় বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় কাস্টম হাউসের সদস্যরা তাকে চ্যলেঞ্জ করে। কিন্তু তিনি সোনা বহনের কথা অস্বীকার করেন। তার দেহ তল্লাশি করে কোনো সোনা পাওয়া না গেলে আরো নিশ্চিত হওয়ার জন্য আর্চওয়েতে তাকে পরীক্ষা করা হয়। আর্চওয়েতে পরীক্ষা করার সময় তার সঙ্গে কোনো ধাতব বস্তু বহনের বিষয়ে নিশ্চিত হওয়া যায়।
আহনাসুল কবির বলেন, পরবর্তিতে তার মাথার পরচুলা পরীক্ষা করলে দেখা যায় তিনি অভিনব উপায়ে সোনা লুকিয়ে রেখেছেন। একে একে ১৩টি সোনার বার উদ্ধার করা হয়। তার বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরে। জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে আদম ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছেন। তাকে থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এমবিএস