বাংলা৭১নিউজ,(মাদারীপুর)প্রতিনিধি:মাদারীপুরের শিবচরে পদ্মার তীব্র ভাঙনে নতুন করে আরেকটি ইউনিয়ন পরিষদ ভবন নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে ২০০৯-১০ অর্থবছরের ৬১ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে নির্মিত বন্দরখোলা ইউনিয়ন পরিষদের ভবনটির অর্ধেক অংশ গতকাল দিনগত রাতে পদ্মা নদীতে ধসে পড়ে। এর আগে মাত্র একদিনের ব্যবধানে পাশে থাকা আরেকটি কমিউনিটি ক্লিনিকও নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে কাজীর সুরা বাজারের অসংখ্য স্থাপনা।স্থানীয়দের দাবি, যদি দ্রুত নদীরক্ষা বাঁধ নির্মাণ করা না হলে যেকোনো মুহূর্তে কাজীর সুরা বাজারসহ অসংখ্য স্থাপনা নদীগর্ভে হারিয়ে যেতে পারে।
বাংলা৭১নিউজ/এবি