বাংলা৭১নিউজ,ডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী জেলে বন্দি। জিয়া চ্যারিটেবল সংস্থার আর্থিক দুর্নীতির দায়ে তাঁর সাজা হয়েছে। আইনত তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। তবুও তাঁকে মুক্ত করেই নির্বাচনে লড়াই করার আশা জিইয়ে রাখছে বিএনপি।
সোমবার অন্যতম বিরোধী দল বিএনপি তাদের প্রার্থীদের জন্য মনোনয়ন ফর্ম দেওয়া শুরু করল। প্রথমেই দলের সুপ্রিমো খালেদা জিয়াকে তিনটি কেন্দ্রে প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছে।
ফেনী-১ আসন, বগুড়া-৬ ও বগুড়া-৭ নম্বর আসনে তাঁকে প্রার্থী করা হচ্ছে।
ফেনী আসন থেকেই নির্বাচিত হয়েছিলেন খালেদা জিয়া। তবে বগুড়া হল বিএনপির অতি শক্তিশালী ঘাঁটি। গত দশম জাতীয় নির্বাচনে বিএনপি রিগিংয়ের অভিযোগ তুলে ভোট বয়কট করায় বগুড়া তাদের হাতছাড়া হয়। পরে দলীয় কর্মীদের ক্ষোভ উপচে পড়ে ঢাকার গুলশনে বিএনপির সদর কার্যালয়ে।
এবার আর রিস্ক নিতে চাইছেন না বিএনপি নেতৃত্ব। তাদের সঙ্গে বিরোধী বিভিন্ন সংগঠনের জাতীয় ঐক্য জোটের যে রফা হয়েছে তাতে বেগম জিয়াকে মুক্তির দাবিটি সর্বাধিক আলোচিত। এছাড়াও নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা ও নিরপেক্ষ সরকারের অধীনে ভোট করার দাবি তোলা হয়েছে।
পরিস্থিতির চাপে পড়ে সরকার পক্ষ অর্থাৎ আওয়ামী লীগ রবিবার জানিয়ে দেয় সবাই একমত থাকলে এবং নির্বাচন কমিশন রাজি থাকলে ভোট পিছিয়ে যাওয়ায় কোনও আপত্তি নেই।
সোমবার সেই প্রশ্নের ফয়সালা করবে বাংলাদেশ নির্বাচন কমিশন। সেই দিকে লক্ষ্য সবার। তারই মাঝে খালেদা জিয়ার জন্য নমিনেশন ফর্ম তুলে চমক দিল বিএনপি।
প্রশ্ন উঠছে নির্বাচনের আগেই মুক্তি পাচ্ছেন খালেদা ? পদ্মাপারের রাজনীতিতে ছড়াচ্ছে প্রবল আলোড়ন।সূত্র: কলকাতা২৪×৭ প্রতিবেদন।
বাংলা৭১নিউজ/একে