বাংলা৭১নিউজ,ঢাকা: প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মাসেতুতে রেলসংযোগ প্রকল্পসহ ৯টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক।
মঙ্গলবার সকালে রাজধানীর শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ২০১৫-১৬ অর্থবছরের ২৯ তম সভায় এ প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়।
প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারি তহবিল থেকে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৯ হাজার ২শ’ ৬৬ কোটি টাকা। বিদেশী অনুদান ধরা হয়েছে প্রায় ২৫ হাজার কোটি টাকা। অন্য প্রকল্পের মধ্যে রয়েছে, ঢাকা-খুলনা মহাসড়ক ৪ লেনে উন্নীত করার প্রকল্প, সিলেট বিভাগের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন প্রকল্প এবং প্রাণিরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ প্রকল্প।
সভাশেষে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী জানান, এপ্রিলে দেশে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ছয় এক শতাংশ, এ হার মার্চের তুলনায় শূন্য দশমিক শূন্য চার শতাংশ কম।
বাংলা৭১নিউজ/এসএইস