বাংলা৭১নিউজ,ডেস্ক: ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলো থেকে স্পেন ছিটকে পড়ার ৩ দিন পর দলটির কোচের থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ভিসেন্তে দেল বস্ক।
গত সোমবার ইতালির কাছে ২-০ গোলে হেরে ইউরো ২০১৬ থেকে বাদ পড়ে গত দুইবারের চ্যাম্পিয়নরা।
বর্তমানে ফ্রান্সে চলা এবারের ইউরো শেষে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত অবশ্য আগেই জানিয়েছিলেন দেল বস্ক। স্পেনের একটি রেডিওকে দেওয়া সাক্ষাতকারে সেটাই জানালেন।
‘কোচ হিসেবে থাকার কোনো ইচ্ছা আমার নেই। ইউরোর ফল যাই হোক না কেন, আমার ভবিষ্যৎ নিয়ে কোনো সন্দেহ ছিল না’।
রিয়াল মাদ্রিদ ও তুরস্কের ক্লাব বেসিকতাসকে কোচিং করানোর পর ২০০৮ সালে ওই সময়ের ইউরো চ্যাম্পিয়ন স্পেনের দায়িত্ব নেন দেল বস্ক।
রিয়ালকে দুটি করে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগাসহ মোট আটটি শিরোপা জেতানো দেল বস্ক স্পেনের হয়েও দারুণ সফল।
তার অধীনে ২০১০ সালে নিজেদের ফুটবল ইতিহাসে প্রথম বিশ্বকাপ জেতে স্পেন। এরপর ৬৫ বছর বয়সী এই কোচের হাত ধরেই ২০১২ সালে ইউরোর শিরোপা ধরে রাখে স্প্যানিশরা।
তবে গত বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ে ইকার কাসিয়াস-আন্দ্রেস ইনিয়েস্তারা। তখনই পদত্যাগ করতে চেয়েছিলেন দেল বস্ক। কিন্তু স্পেন ফুটবল ফেডারেশনের অনুরোধে থেকে যান।
বাংলা৭১নিউজ/সিএইস