বাংলা৭১নিউজ,এম.নাজিম উদ্দিন, পটুয়াখালী প্রতিনিধি:“জানবে বিশ্ব জানবে দেশ; দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ” এ শ্লোগান নিয়ে পটুয়াখালীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত।
শনিবার সকালে জেলা সার্কিট হাউজ চত্বর থেকে জেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যা লী বেড় করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ডিসি কার্যালয়ের সামনে শেষ হয়। পরে জেলা প্রশাসকের দরবার হলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান করা হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড.মো: মাছুমুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের নেতা সাবেক সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট সুলতান আহম্মেদ মৃধা, মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত, পৌরসভার প্যানেল মেয়র মোঃ নিজামুল হক, ওসি (ডিবি) খন্দকার জাকির হোসেন, কোডেক এর ফোকাল পার্সন আহমেদ উন্ নবী। প্রধান অতিথি সভায় দুর্যোগ প্রস্তুতি ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
আলোচনা সভা শেষে ডিসি মঞ্চ প্রাঙ্গনে এসডিএ ও ব্র্যাকের সহযোগিতায় স্থানীয় ফায়ার সার্ভিসের একটি দল দুর্যোগ কালিন সময় ও দুর্যোগের পর সর্বোপরি দুর্যোগ মোকাবেলার এক মহড়া অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়া বাউফলসহ বিভিন্ন উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস