বাংলা৭১নিউজ,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনায় ফেসবুকে সাম্প্রদায়িক উষ্কানী, ধর্মীয় অনুভুতিতে আঘাত, মিথ্যা ও অশ্লীল মন্তব্য করায় পটুয়াখালীর উপজেলা আ’লীগ নেতার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করা হয়েছে। বিজ্ঞ মূখ্য মহানগর হাকিমের আদালত, ঢাকায় দি এশিয়ান এজ ও দৈনিক আলোকিত সময় এর দশমিনা প্রতিনিধি নিপুণ চন্দ্র বাদী হয়ে দশমিনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আইনজীবী কল্যান সমিতির সভাপতি সিকদার গোলাম মোস্তফার বিরুদ্ধে মঙ্গলবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ এর ৫৭(২) ধারায় নমনং ৩২৩/১৭ মামলা দায়ের করেন।
মামলার বিজ্ঞ আইনজীবী ইমরুল কায়েছ রানা জানায়, বিজ্ঞ হাকিম আবু সাঈদ কদমতলী থানাকে তদন্তের নির্দেশ প্রদান করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করে ০১৬২৪৬৯৭২৪১ মোবাইল নম্বর ভেরিফাইড ফেসবুক আইডি এ জি মোস্তফা ২১ জুন নিজ স্বাক্ষরিত জেপিজি ফরম্যাটে হিন্দু বিদ্বেষী পোস্ট করে। এছাড়াও ৮, ১০ ও ১৪ মে বাদীর ফেসবুক (জে নিপুন চন্দ্র) পোস্টে মিথ্যা ও অশ্লীল মন্তব্য করার কথা মামলার বিবরণে উল্লেখ করেন।
বাদী নিপুণ চন্দ্র বলেন, সিকদার গোলাম মোস্তফা পটুয়াখালীর দশমিনা উপজেলা সদরে ২৯ জুলাই ২০১০ যুদ্ধাপরাধীর বিচারের দাবীতে আওয়ামী লীগ-যুবলীগের বিক্ষোভ মিছিলে হামলার পরিকল্পনাকারী, দশমিনা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতি পদে নির্বাচনে শূণ্য ভোটে পরাজিত হয়ে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ৯ এপ্রিল ২০১৫ তারিখ হামলা চালিয়ে দু’শিক্ষককে আহত করে ও চলতি বছরের ৮ মে বিধবা কানন বালার হাত-পা বেঁধে অমানবিক নির্যাতন জমি দখল করে ঘর উত্তোলন ঘটনার ইন্ধোনদাতা। তার অপকর্মের সংবাদ সংগ্রহ প্রচার করায় আমাকে মিথ্যা মামলা-হামলাসহ জীবন নাশের হুমকি দিয়ে আসছে। তার কুটিল স্বপ্ন বাস্তবায়নে নিজে ও বাচ্চুরাজাকার বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে ধর্মীয় অনুভুতিতে আঘাত, সাম্প্রদায়িক উষ্কানী, মিথ্যা ও অশ্লীল কথা ছড়িয়ে দিয়ে সম্মান এবং জীবন নাশের চেষ্টা করে যাচ্ছে।
বাংলা৭১নিউজ/জেএস