দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে কনকনে বাতাস ও ঘন কুয়াশায় জেঁকে বসেছে শীত। সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে ইলশেগুড়ির মতো ঝরছে শীতের হিমশীতল কণা। তীব্র শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। দিন দিন তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে।
শীতে নিম্ন আয়ের মানুষজন পড়েছে চরম দুর্ভোগে। অনেক নিম্ন আয়ের মানুষ বাড়ি থেকে বের হতে না পারায় কাজেও যোগ দিতে পারছে না। দ্রুত তারা সহযোগিতা চেয়েছেন।
শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য রাস্তার পাশে আগুন জ্বালিয়ে মানুষজন শীত নিবারণের চেষ্টা করছেন।
পঞ্চগড় জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার পাঁচটি উপজেলায় ২৪ হাজার কম্বল নির্বাহী অফিসারে কাছে পাঠানো হয়েছে। এসব কম্বল শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে।
শুক্রবার (১ জানুয়ারি) ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা থাকায় পঞ্চগড়ের বিভিন্ন রাস্তায় হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে দেখা গেছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, পঞ্চগড়ে কয়েক দিন থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে এবং তাপমাত্রা ওঠানামা করেছে। শুক্রবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
বাংলা৭১নিউজ/সর