রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা: জেলেরা বলছেন ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ মেট্রোরেলে ভ্যাট বসানো এনবিআরের ভুল সিদ্ধান্ত : ওবায়দুল কাদের ভাঙ্গায় চেয়ারম্যানপ্রার্থীর উঠান বৈঠকে হামলা-ভাঙচুর সিঙ্গাপুরে হঠাৎ মাথাচাড়া করোনার, আক্রান্ত প্রায় ২৬ হাজার বাংলাদেশ অর্থনীতি সমিতি সভাপতি কাজী খলীকুজ্জমান, সম্পাদক আইনুল ওএমএস–এ গাফলতি হলে জেল-জরিমানার হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর এসএমই মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী একদল কুকুরের আক্রমণে প্রাণ গেলো যুবকের উখিয়ায় অস্ত্রসহ ৪ আরসা সদস্য গ্রেপ্তার বিশ্ববাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা বৃষ্টি হতে পারে সারাদেশে সফলতার সঙ্গে আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি: মেয়র তাপস গবেষকদের দাবি: ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া কোভ্যাক্সিনের টিকায় কানে নজর কাড়লেন কিয়ারা ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং লোন নিয়ে রিকশা কিনছি, এখন কিস্তি দেবো কি করে ট্রাম্পের মস্তিষ্ক বিকৃত, গণতন্ত্রের জন্য হুমকি বাইডেন মেসির ফেরার ম্যাচে শেষ মুহূর্তে জয় মিয়ামির ১১ বছর পর আরেক বাংলাদেশির এভারেস্ট জয় সৌদি গেলেন ২৮৭৬০ হজযাত্রী, আরও একজনের মৃত্যু

নয় বছর পর স্বপদ ফিরে পেলেন প্রধান শিক্ষক ইসলাম হোসেন

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯
  • ১১৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার শালেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম হোসেন প্রায় ৯ বছর পর আদালত ও রাজশাহী শিক্ষা বোর্ডের নির্দেশে স্বপদ ফিরে পেয়েছেন। ফলে দীর্ঘদিন থেকে বেতন বন্ধ থাকা স্কুলের শিক্ষক-কর্মচারীরা হাতে বেতনও পেয়েছেন।

স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসী জানায়, ২০০৫ সালের ২৫মে প্রধান শিক্ষকের মৃত্যুতে পদ শুন্য হওয়ায় সহকারী প্রধান শিক্ষক ইসলাম হোসেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেন। পরে সকল নিয়ম অনুসরন করে একই বছরের ১৮ অক্টোবর ইসলাম হোসেন প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন।

২০১০ সালের ১৫মে তৎকালিন এডহক কমিটির সভাপতি ওমর আলী কমিটির দুজন সদস্যকে নিয়ে গোপনে একটি মিটিং করে ইসলাম হোসেন প্রধান শিক্ষক থাকা অবস্থায় পদ শুন্য দেখিয়ে রাতারাতি নিজের ছোট ভাই এনামুল হক কে অন্য স্কুল থেকে এনে প্রধান শিক্ষকের চেয়ারে বসিয়ে দেন।

আদালতের আদেশ অমান্য করে তৎকালিন জেলা শিক্ষা অফিসার ইব্রাহিম খলিলের সহযোগীতায় যোগদানের দিনেই এই শিক্ষককে এমপিও ভুক্তির জন্যও আবেদন পাঠানো হয়। এনামুল হক প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নিয়ে প্রথমেই ইসলাম হোসেনের বেতন বন্ধ করেন। ব্যাংককে পাশ কাটিয়ে সকল লেনদেন টাকা পয়সা নিজের হাতে নিয়ে নেন।

গত চার বছর থেকে স্কুলের কোন কমিটি নেই। হাইকোর্টের ভুয়া আদেশ দেখিয়ে জেলা শিক্ষা অফিসারকে দিয়ে বিলে সই করিয়ে বেতন তুলতে থাকেন। পরে বিষয়টি জানতে পেরে রাজশাহী শিক্ষা বোডের্র স্কুল পরিদর্শক নাটোর জেলা শিক্ষা অফিসারকে কারন দর্শানোর নোটিশ পাঠালে বিষয়টি সামনে চলে আসে। বন্ধ হয়ে যায় এই বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারীদের বেতন উত্তোলন।

আদালতের চুড়ান্ত রায় ও রাজশাহী শিক্ষা বোর্ড এর তৎপরতায় সোমবার প্রায় ৯বছর পর স্বপদ ফিরে পেয়ে প্রধান শিক্ষক ইসলাম হোসেন ও লালপুর উপজেলা নির্বাহী অফিসার বেতন বিলে সই করার পর সাত মাসের বেতন এক সাথে উত্তোলণ করেন শিক্ষক-কর্মচারীরা। রাজশাহী শিক্ষা বোর্ডের নির্দেশনার খবর প্রচার হওয়ার পর থেকেই স্বেচ্ছায় স্কুল ছেড়েছেন গত ৯বছর প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা এনামুল হক।

প্রধান শিক্ষক ইসলাম হোসেন বলেন, কোরাম ছাড়া এডহক কমিটির সভাপতি এক মিটিং-এ পদ শুন্য দেখিয়ে রাতারাতি এমন একজনকে প্রধান শিক্ষকের দায়িত্ব দেন যে গভীর রাতে আমার বাড়িতে হামলা করে আমি এবং আমার স্ত্রীকে মারপিট করে আলমারি ভেঙ্গে টাকা গহনা কাগজপত্র নিয়ে যায়। লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও আদালতের পৃথক দুটি তদন্তে এ সকল বিষয় প্রমানও হয়েছে। শেষ পর্যন্ত ন্যায় বিচার পাওয়ায় তিনি আদালত, রাজশাহী শিক্ষা বোর্ড ও স্থানীয় সংসদ সদস্য মোঃ শহীদুল ইসলাম বকুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

গত নয় বছর প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা এনামুল হক বলেছেন, রাজশাহী শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক প্রফেসর দেবাশীষ রঞ্জন রায় ও জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ উৎকোচ নিয়ে আগের প্রধান শিক্ষক ইসলাম হোসেনকে আবার চেয়ারে বসিয়ে দিয়েছেন। হাইকোর্টের ভুঁয়া আদেশ দেখিয়ে জেলা শিক্ষা অফিসারকে দিয়ে বিলে সই করানোর বিষয়টি তিনি অস্বীকার করেছেন।

নাটোর জেলা শিক্ষা অফিসার মোঃ রমজান আলী আকন্দ বলেছেন, গত নয় বছর প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা এনামুল হক হাইকোর্টের একটি আদেশ দেখিয়ে তার স্কুলের বেতন বিলে আমার স্বাক্ষর নিয়ে কিছুদিন বেতন উত্তোলন করছিল। পরে হাইকোর্টের আদেশটি ভুঁয়া জানতে পেরে আমি বেতন বিলে স্বাক্ষর করা বন্ধ করেছি।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক প্রফেসর দেবাশীষ রঞ্জন রায় বলেছেন, মোঃ এনামুল হক শালেশ্বর উচ্চ বিদ্যালয়ের বৈধ প্রধান শিক্ষক নন, তার দায়িত্বহীনতার কারনেই গত চার বছর থেকে স্কুলটি কোন কমিটি ছাড়াই চলছে। ফলে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইসলাম হোসেনকে বেতন বিলে স্বাক্ষরসহ সব দায়িত্ব দেয়া হয়েছে এবং নতুন কমিটি গঠনের জন্য বলা হয়েছে।

বাংলা৭১নিউজ/একে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com