শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রোহিঙ্গা সংকট আমাদের নিরাপত্তার ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে ভাষাসৈনিক আব্দুল গফুর আর নেই পাচার হওয়া সম্পদ ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জলবায়ুঝুঁকিতে থাকা দেশগুলোতে বিনিয়োগের আহ্বান ফিলিস্তিনে অনতিবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান ড. ইউনূসের সব রাজনৈতিক দল এখন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে: ড. ইউনূস স্বৈরাচারী শাসনব্যবস্থা থেকে মুক্তি এনে দিয়েছে ছাত্র-জনতা ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩২১ ‘মহানবীকে কটূক্তি সাম্প্রদায়িক সংঘাত তৈরির জঘন্য ষড়যন্ত্র’ গণহত্যা নিয়ে আইসিসিতে অভিযোগ করতে পারে বাংলাদেশ এক পদে দুই মেয়াদের বেশি না থাকার নির্দেশনা ক্রীড়া উপদেষ্টার কখন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হবে, জানালেন নাহিদ অস্ত্র উঁচিয়ে গুলি করা রাসেল দুই গ্রুপের মামলাতেই আসামি হু হু করে বাড়ছে তিস্তার পানি জাপানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন শিগেরু ইশিবা তাদের রক্তদানে আমরা নতুন বিজয় দিবস পেয়েছি: সালাহউদ্দিন কানপুর টেস্ট চলাকালে বাংলাদেশের পতাকা পোড়াল বিশ্ব হিন্দু পরিষদ দেশবাসী নতুন করে দুর্নীতিবাজ-লুটেরা নেতৃত্ব মেনে নেবে না: জামায়াত ইন্দোনেশিয়ায় সোনার খনিতে ভূমিধস, নিহত ১৫ ইদ্রাকপুর কেল্লায় পরিদর্শনে গিয়ে যা বললেন আসিফ নজরুল

নড়াইলের তিন উপজেলার মাঠজুড়ে এখন হলুদের সমারোহ

নড়াইল প্রতিনিধি:
  • আপলোড সময় শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ১৮ বার পড়া হয়েছে

নড়াইলের তিনটি উপজেলার ফসলের মাঠজুড়ে এখন শুধুই হলুদের সমারোহ। সরিষা ফুলের মৌ মৌ গন্ধ ছড়িয়ে পড়েছে বাতাসে। 

ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি ও সরিষা তেল স্বাস্থ্যসম্মত হওয়ার কারণে গত কয়েক বছরের তুলনায় এবছর জেলায় সরিষার আবাদ কয়েক গুণ বেড়েছে। আবহাওয়া ভালো থাকায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন এ জেলার কৃষক। ইতোমধ্যে সরিষা ক্ষেতে বীজ আসতে শুরু করেছে।

শনিবার (১৩ জানুয়ারি) বিভিন্ন এলাকায় ঘুরে সরিষা আবাদের এমন চিত্রই দেখা গেছে। 

লোহাগড়ার উপজেলার করফা গ্রামের কৃষক মো. মনিরুল সিকদার দুই একর জমিতে বারি-১৭ জাতের সরিষা আবাদ করেছেন। বর্তমানে গাছগুলো খুবই ভালো হয়েছে, ভালো ফলনের আশা করছেন তিনি। 

উপজেলা কৃষি বিভাগ চলতি মৌসুমে কৃষকদের ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি সার বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরণ করেছে।

কালিয়া উপজেলার বড়নাল গ্রামের কৃষক হরিশ চন্দ্র রায় জানান, এবার তিনি ১ একর ৩৩ শতক জমিতে সরিষা চাষ করেছেন। তবে কালিয়া কৃষি বিভাগ কৃষকদের বিনামূল্যে বিভিন্ন উপকরণ দিয়েছে। সরিষা চাষের জন্য কৃষকদের সকল প্রকার সহযোগিতা ও পরামর্শ দিয়ে থাকেন।

নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক দীপক কুমার রায় বলেন, এ মৌসুমে নড়াইল জেলায় ১২ হাজার ৮৮৮ হেক্টর জমিতে সরিষা চাষাবাদ হয়েছে। এর মধ্যে ৩ হাজার হেক্টর জমিতে রিলে পদ্ধতিতে সরিষা চাষ হয়েছে। গত বছর এ পদ্ধতিতে আবাদ হয়েছিলো দেড় হাজার হেক্টরে। রিলে এবং সাধারণ পদ্ধতি মিলে গত বছরের তুলনায় এ মৌসুমে মোট আবাদ বেড়েছে ৩ হাজার ৬৭৩ হেক্টর জমিতে।

তিনি আরো বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে সরিষার ফলন ভালো হবে বলে আশা করছেন সবাই। আগামী কয়েক সপ্তাহের মধ্যে কিছু কিছু এলাকায় কৃষক জমি থেকে সরিষা তুলতে পারবে। আমরা প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতিটি জমি কাজে লাগাতে চাই। ভোজ্য তেলের উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে চাই। এছাড়া এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে, সেই লক্ষে নড়াইল কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com