বাংলা৭১নিউজ, ঢাকা: নৌ পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এন্ড শিপ সার্ভেয়ার এ কে এম ফখরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বরখাস্তের এ আদেশ ১৮ জুলাই ২০১৭ থেকে কার্যকর হবে। বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
গত ১৮ জুলাই তার নিজ কার্যালয় থেকে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক গ্রেফতারের প্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বাংলা৭১নিউজ/সূত্র:বাসস/এসএস