বাংলা৭১নিউজ,ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপসের জন্য নৌকায় ভোট চেয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকাল ৮টার দিকে ঢাকার সিটি কলেজ কেন্দ্রে প্রথম ভোটার হিসেবে নিজের ভোট দিয়ে তিনি এই আহ্বান জানান।
ভোট দেওয়া শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিনে) খুব সহজে ভোট দিয়েছি। সহজে যেন মানুষ ভোট দিতে পারে সে ব্যবস্থা আমরা করছি।’
এ সময় বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ব্যালট ছিনিয়ে বাক্স ভর্তি করতে পারবে না বলে বিএনপি ইভিএমের সমালোচনা করছে। বিএনপির নির্বাচন মানে ১০টা হোন্ডা ২০টা গুন্ডা নির্বাচন ঠান্ডা।
সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে ভোটার উপস্থিতি কিছুটা কম।
এবার ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে। যদিও ইভিএমে ভোটগ্রহণ নিয়ে বিএনপির আপত্তি ছিল।
প্রাথমিকভাবে কিছু কেন্দ্রে বিএনপির এজেন্টকে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। একটি কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে।
বাংলা৭১নিউজ/এবি