বাংলা৭১নিউজ, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ-২ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি গতবারও এই আসনে বিজয়ী হয়েছিলেন।
নির্বাচন কমিশনে (ইসি) রিটার্নিং কর্মকর্তার পাঠানো ফলাফল শিটে তাকে বেসরকারিভাবে নির্বাচিত দেখানো হয়েছে।
নৌকা প্রতীকে শেখ সেলিম পেয়েছেন ২ লাখ ৮১ হাজার ৯০৯ ভোট। এখানে তার সঙ্গে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেননি অন্য প্রার্থীরা।
এই আসনে ভোটের সংখ্যায় দ্বিতীয় হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকের প্রার্থী তসলিম শিকদার।
শেখ সেলিমের সঙ্গে তার ভোটের ব্যবধান ২ লাখ ৮১ হাজার ৩০১ ভোট। তসলিম পেয়েছেন মাত্র ৬০৮ ভোট।
আর এই আসনে ধানের শীষের প্রার্থী বিএনপি নেতা সিরাজুল ইসরাম সিরাজ পেয়েছেন মাত্র ২৮৬ ভোট। এই হিসাবে প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হবে।
এ আসনে এবার মোট ভোটার ছিল ৩ লাখ ১১ হাজার ৮৬৮। আর ভোট পড়েছে ২ লাখ ৮৩ হাজার ৭৪৯। সূত্র: পরিবর্তন।
বাংলা৭১নিউজ/জেএস