বিভিন্ন অনিয়ম ও ত্রুটিযুক্ত মনোনয়ন প্রদানের কারণে যেসব আসনে নৌকা প্রতীকের প্রার্থী বাতিল হয়েছে সেসব আসনে প্রার্থী পরিবর্তনের জন্য নতুন করে চিঠি দেবে আওয়ামী লীগ।
বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নৌকা প্রতীকের প্রার্থী অনেক জায়গায় বাতিল হচ্ছে, সেখানে কি উন্মুক্ত হবে? নাকি অন্যজনকে চিঠি দেওয়া হবে? এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের প্রার্থী যদি না থাকে, সেখানে প্রার্থী শূন্য না। উন্মুক্ত কথাটা আমি বলতে চাই না। আমাদের চিঠি দেওয়ার স্কোপ আছে। আমাদের এই প্রার্থী নেই, অমুককে চিঠি দিচ্ছি। সে সিদ্ধান্ত যখন হবে, তখন আপনাদের জানানো হবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘সারা দেশে আগুন সন্ত্রাস করে বিএনপি কোন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, এটা আমাদের প্রশ্ন। এটা নির্বাচনবিরোধী ষড়যন্ত্র। তাদের লক্ষ্য হচ্ছে ৭ জানুয়ারির নির্বাচনকে নাশকতার মাধ্যমে বানচাল করা।’
‘আজ তারা গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে, তারা কিছু প্ল্যান তৈরি করে রেখেছে, তারা চায় গুপ্ত হামলা, গুপ্ত হত্যা। আজ বাসে আগুন দিয়ে নাশকতা সৃষ্টি– এসব অপকর্ম বিএনপির দোসররা করতে চায়। এর জন্য আমরা সতর্ক পাহারা আরও জোরদার করেছি।’
বিএনপির নাশকতা প্রতিরোধে আইনপ্রয়োগকারী সংস্থারও দায়িত্ব আছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আইন প্রয়োগকারী সংস্থা তাদের দায়িত্ব পালন করবে। এ নির্বাচন আমাদের সফল করতে হবে, শান্তিপূর্ণ করতে হবে। ব্যাপক ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে হবে।’
এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার সদস্য মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক সামসুন্নাহার চাঁপা, উপ-প্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আওয়াল শামীম, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএইচ