বাংলা৭১নিউজ, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ক্লোজার ছোট ফেনী নদীতে নৌকাডুবিতে নিখোঁজ আরো দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ৯টার দিকে মুছাপুর ক্লোজার নদী থেকে ভাসমান অবস্থায় লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা সৈয়াদিয়া হাফেজ আজগর আলী দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী রাবিতা (১১) ও ওই মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী বিবি ফাতেমা (১৪)। নৌকাডুবির ঘটনায় এখনো দুজন নিখোঁজ রয়েছে।
গত বুধবার বিকেলে উপজেলার পর্যটন কেন্দ্র ছোট ফেনী নদীর মুছাপুর ক্লোজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওইদিনই কামরুন নাহার ফেন্সি নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছিল। এ নিয়ে নৌকাডুবিতে তিনজনের লাশ উদ্ধার করা হলো।
নিহত বিবি ফাতেমা চরফকিরা ইউনিয়নের চরফকিরা গ্রামের আবুল কাশেমের মেয়ে ও রাবিতা একই ইউনিয়নের চরফকিরা গ্রামের নুরুল আনোয়ারের মেয়ে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে রাব্বি জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এনবি