বাংলা৭১নিউজ, ডেস্ক : মেয়েদের এশিয়া কাপ টি-টোয়েন্টিতে নিজেদের তৃতীয় ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। নেপালকে ৯২ রানে উড়িয়ে দিয়েছে রুমানা আহমেদের দল।
প্রথম ম্যাচ হারের পর টানা দুই ম্যাচ জিতল বাংলাদেশ।
আজ ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি মাঠে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৩৩ রান করেছিল বাংলাদেশ।
জবাবে ফাহিমা খাতুনের অসাধারণ বোলিংয়ে ১৭.৩ ওভারে মাত্র ৪১ রানেই গুটিয়ে যায় নেপালের ইনিংস।
১৩৪ রান তাড়ায় সামান্যতম লড়াইও করতে পারেনি নেপাল। ইনিংসে সিতা রানা মাগার (১৫) ছাড়া আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি!
৪ ওভারে মাত্র ৮ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ফাহিমা। ৩.৩ ওভারে ২ রানে ২ উইকেট নিয়েছেন নাহিদা আকতার। এ ছাড়া সুরায়া আজমিন, জাহানারা আলম, পান্না ঘোষ ও রুমানা নিয়েছেন একটি করে উইকেট।
এর আগে নিগার সুলতানার ৩৯ ও সানজিদা ইসলামের ৩৫ রানের সুবাদে ১৩৩ করেছিল বাংলাদেশ। নিগার ও সানজিদা উদ্বোধনী জুটিতেই তোলেন ৭১ রান। শায়লা শারমিন ১৯ ও অধিনায়ক রুমানা অপরাজিত ১৭ রান করে দলের সংগ্রহে অবদান রাখেন।
বাংলা৭১নিউজ/এন