বাংলা৭১নিউজ, নেত্রকোনা প্রতিনিধি: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়কে ঘিরে নেত্রকোনা জেলায় জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকসহ ৬৭৯ জন নেতাকর্মীদের বিরুদ্ধে বিষ্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাত থেকে বুধবার বিকেল পর্যন্ত এসব মামলা দায়ের হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খালেদা জিয়ার রায়কে ঘিরে বিশৃংখলা ও নাশকতার আশংকায় জেলায় অতিরিক্ত পুলিশ ও র্যাবের পাশাপাশি ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলায় অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন ও সতর্ক টহল দেয়ার ফলে জন সাধারণের মনে চরম আতংক ও এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম জানান, জেলার ১০ থানায় ২০টি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোতে বিএনপি ও সহযোগি সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীদের আসামী করা হয়েছে। নাশকতা ও বিশৃংখলা পাঁয়তারার অভিযোগে গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ১৪ জন এবং গত সোমবার রাতে ২৩ জন সহ সর্বমোট ৩৭ জন বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সুপার জয়দেব চৌধুরী ২০টি মামলা দায়েরের কথা স্বীকার করে বলেন, সকল আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। নাশকতার আশংকায় জেলায় অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। কেউ যাতে বিষ্ফোরক বা আগ্নেয়াস্ত্র নিয়ে শহরে প্রবেশ করতে না পারে তার জন্য গুরুত্বপূর্ণ মোড় গুলোতে তল্লাশী অভিযান জোরদার করা হয়েছে।
জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর জানান, জন জীবনে শান্তি শৃংখলা রক্ষা ও যে কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে জেলা শহরে ২ প্লাটুন বিজি বি মোতায়েন করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস