বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুইক রেন্টাল দায়মুক্তি অবৈধ ছিল: হাইকোর্ট ১৩ শতাধিক সরকারি আইন কর্মকর্তার নিয়োগ হয়েছে নভেম্বরে খেলার সময় ইঁদুর মারার ওষুধ খেয়ে দুই শিশুর মৃত্যু ওয়ানডেতে ক্যারিয়ারসেরা র‍্যাংকিংয়ে শান্ত আসিফ নজরুলকে হেনস্তা, জেনেভার শ্রম কাউন্সেলরকে প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় চাই নতুন এক বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো ৮ বছর পর ‘লাল গোলাপ’ নিয়ে ফিরছেন শফিক রেহমান বাংলাদেশে সাংবাদিকদের স্বাধীনতা-অধিকার নিশ্চিত চায় যুক্তরাষ্ট্র জয়া আহসানের প্রশংসায় মজলেন মালয়ালম অভিনেত্রী গভীর রাতে গেলেন চার উপদেষ্টা, তারপর হাসপাতালে ফিরলেন আহতরা হাজী সেলিমের ছেলে সোলাইমান সেলিম আটক শুধু গাছটা কাটতে পেরেছি, শেকড় এখনও উৎখাত করতে পারিনি অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত: প্রধান উপদেষ্টা গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৭ ফিলিস্তিনি ইমন হত্যা মামলায় তাঁতী লীগ নেতা ইকবাল গ্রেপ্তার নুহাশপল্লীতে জ্বললো এক হাজার ৭৬টি মোমবাতি সোহরাওয়ার্দী উদ্যানেই হবে বইমেলা: সংস্কৃতি উপদেষ্টা যশোর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ৩ বাংলাদেশি আটক শেরপুরে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ সেলিনা হায়াৎ আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নূর হোসেন দিবসে জিরো পয়েন্টে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৮ বার পড়া হয়েছে

নূর হোসেন দিবস উপলক্ষ্যে জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, বাম গণতান্ত্রিক জোট, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রাজধানীর জিরো পয়েন্টে শ্রদ্ধা নিবেদন করেছে।

রোববার (১০ নভেম্বর) সকালে গুলিস্থানের জিরো পয়েন্টে এ শ্রদ্ধা জানানো হয়।

বাম গণতান্ত্রিক জোটের কর্মী দীপক সেন বলেন, আমরা গণতান্ত্রিক রাষ্ট্র চাই। আগের সরকারের সময়েও গণতন্ত্র ছিল না, এখনো নেই। আমরা বিশ্বাস করেছিলাম নতুন সরকার সংষ্কার না করে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবে। কিন্তু সেটা হচ্ছে না। আমরা কোনো সরকারের পতন চাই না। এত লাশের বিনিময়ে যে স্বাধীনতা আমরা নতুন করে পেয়েছি, সেটার প্রতিষ্ঠা চাই।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কর্মী মাহিন শাহরিয়ার বলেন, গণঅভ্যুত্থানে যে রক্তের বিনিময়ে স্বাধীনতা এসেছে সেই রক্ত তাদের হাতে লেগে আছে। আওয়ামী সরকারকে চাওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশে কোনোভাবেই রাজনীতি করার কোনো সুযোগ তাদের নেই।

তারা যদি মাঠে নেমে আসে রাজনীতি করার জন্য, নিশ্চয়ই জনগণ তা প্রতিহত করার চেষ্টা করবে। আমরাও সাংগঠনিকভাবে প্রতিহত করার চেষ্টা করবো। এছাড়া ভবিষ্যতে কেউ যদি স্বৈরাচারী ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার করার চেষ্টা করে আমরা আগের মতো সেই প্রতিরোধ গড়ে তুলবো। 

এদিকে আজ দুপুর ১২টায় রাজধানীর জিরো পয়েন্টে গণজমায়েত কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এর আগে ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে আজ বিকেল তিনটায় বিক্ষোভ মিছিল কর্মসূচি করার ঘোষণা দেয় আওয়ামী লীগ।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com