সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আমি কোনো দুর্নীতি করিনি : মাদকের ডিজি শুধু মেগা প্রজেক্ট নয়, সবুজায়ন বাড়াতে হবে : পরিবেশ উপদেষ্টা বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা শেরপুরে কমছে নদ-নদীর পানি, বন্যা পরিস্থিতির উন্নতি কর্মচারী হত্যায় হাজী সেলিমসহ ৩ জনকে গ্রেফতার দেখানো হলো করাচি বিমানবন্দরের পাশে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২ চীনা নাগরিক পূজায় জঙ্গি হামলার শঙ্কা নেই: আইজিপি ১৪৪ ধারা ভঙ্গ, পিটিআইয়ের নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা এস আলম পরিবারের ১৩ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা পুলিশ কর্মকর্তার ছেলে হত্যা মামলায় ওসি গ্রেপ্তার সিন্দুকের ভেতর শাশুড়ির মরদেহ, পুত্রবধূ আটক বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড পেল বিকাশ ২০ বছরের ছোট সারার সঙ্গে রণবীরের রোমান্স, হতাশ নেটিজেনরা রনি হত্যা : ৩৪ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি নুর ইসলাম গ্রেপ্তার রূপালী সঞ্চয়-ঋণদান সমবায় সমিতির এমডি-ম্যানেজার গ্রেপ্তার মুক্তাকিম বিল্লাহ হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার সব পক্ষের সঙ্গে কথা বলে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন সেতু বিভাগের সচিব হলেন ফাহিমুল ইসলাম ইসরায়েলি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

নুসরাতের ‘ফ্ল্যাটকাণ্ড’ নিয়ে মুখ খুললেন সায়নী

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১৬ বার পড়া হয়েছে

দুজনেই তৃণমূল নেত্রী। একজন সংসদ সদস্য অন্যজন যুব তৃণমূল সভানেত্রী। হ্যাঁ, বলা হচ্ছে টলিউড অভিনেত্রী নুসরাত জাহান ও সায়নী ঘোষের কথা। সাম্প্রতিক সময়ে দুজনেরই নাম জড়িয়েছে দুর্নীতিকাণ্ডে।

এক যুগ আগে রাজ চক্রবর্তীর ‘শত্রু’ সিনেমায় নায়িকা নুসরাত জাহানের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন সায়নী ঘোষ। এবার ‘পর্দার দিদি’র ২৪ কোটি রুপির ‘ফ্ল্যাটকাণ্ড’ নিয়ে মুখ খুললেন সায়নী। তার মতে, আদালত কোনো নির্দেশ দেওয়ার আগেই সংবাদমাধ্যমে কিছু লিখে দেওয়া কাম্য নয়।

সায়নী বলেন, ‘আমি নিজের ব্যক্তিগত জায়গা থেকে যা বুঝেছি মিডিয়া ট্রায়াল একটি বিশাল বড় ব্যাপার। আদালতের পক্ষ থেকে কিছু জানানোর আগেই মিডিয়াতে লেখা হচ্ছে। অভিযোগ প্রমাণের আগে দোষী বলা হচ্ছে। সেটা তো ঠিক নয়। আমার সঙ্গে নুসরাতের কথা হয়নি। তবে এটা ঠিক, ভিউজ বা টিআরপির জন্য অন্য কারো ক্ষতি হচ্ছে সেটা ভাবা উচিত।’

নুসরাতের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, ২০১৪ সালে একটি সংস্থার নামে এই অভিনেত্রী ৪২৯ জনের কাছ থেকে ৫ লাখ ৫৫ হাজার রুপি করে প্রায় ২৪ কোটি রুপি নিয়েছেন (বাংলাদেশি মুদ্রায় যা ৩১ কোটি টাকার বেশি)।

কথা ছিল, এই টাকায় জমি কিনে সেখানে ফ্ল্যাট নির্মাণ করা হবে এবং তিন বছরের মধ্যে সবাইকে তিন রুমের একটি করে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু ৯ বছর পেরিয়ে গেলেও ভুক্তভোগী ব্যক্তিরা এখনো সেই ফ্ল্যাট পাননি। অভিযোগকারীদের দাবি, তাদের টাকা দিয়ে নিজের জন্য ফ্ল্যাট কিনেছেন অভিনেত্রী। বিষয়টি তদন্ত করতে ইডির কাছে আবেদন করেছেন তারা।

অভিযোগের বিষয়ে সংবাদমাধ্যমকে নুসরাত জানান, তখন এই সংস্থার সঙ্গে যুক্ত থাকলেও এখন আর যুক্ত নেই। অভিযুক্ত সেই সংস্থা থেকে তিনি প্রায় ১ কোটি ১৬ লাখ রুপি ঋণ নিয়েছিলেন। সেই টাকা দিয়েই বাড়ি কিনেছেন। পরবর্তীতে ২০১৭ সালের ৬ মে সুদসহ প্রায় ১ কোটি ৪০ লাখ রুপি পরিশোধ করেছেন। নায়িকার দাবি, তিনি এই দুর্নীতির সঙ্গে কোনোভাবেই জড়িত নন।

উল্লেখ্য, নুসরাত জাহান এখন তার পরবর্তী সিনেমা ‘মেন্টাল’-এর শুটিংয়ে ব্যস্ত। এতে তার বিপরীতে দেখা যাবে যশ দাশগুপ্তকে। অন্যদিকে শিগগির সায়নী ঘোষকে দেখা যাবে ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’-এ। আগামী ১১ আগস্ট থেকে জিফাইভে স্ট্রিমিং হবে ওয়েব সিরিজটি।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com