কুষ্টিয়ায় নিহত সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের দাফন শেষে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে সাংবাদিকরা বিক্ষোভ করে কুষ্টিয়া-খুলনা ও কুষ্টিয়া ইশ্বরদি মহাসড়ক অবরোধ করেন।
শুক্রবার (৮ জুলাই) সকাল ১১টায় কুষ্টিয়া কেন্দ্রীয় পৌর গোরস্থানে নামাজের জানাজা শেষে রুবেলের মরদেহ দাফন করা হয়। দোয়া শেষে সেখান থেকে বিক্ষোভ মিছিল করে জেলার সর্বস্তরের সাংবাদিকরা শহর হয়ে মজমপুর গেটে অবস্থান নেয়।
এ সময় তারা সড়কে টায়ারে আগুন দিয়ে কুষ্টিয়া-খুলনা ও কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করেন।সাড়ে ১২টা পর্যন্ত দক্ষিণ বঙ্গ থেকে উত্তর বঙ্গের সড়ক যোগাযোগ বন্ধ থাকে। সেখানে জেলা প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান ও বক্তব্য দেন। তখন তারা রুবেলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে আল্টিমেটাম দেন। হত্যাকারীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচির চালানোর ঘোষণা দেন।
নিখোঁজের পঞ্চম দিনে গতকাল দুপুর ২টার দিকে কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদী থেকে সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের মরদেহ উদ্ধার হয়। এখনও হত্যা রহস্য উন্মোচন করতে পারেনি পুলিশ।
তবে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বলেন, খুব দ্রুত ভালো খবর দিতে পারবেন। এর আগে শুক্রবার সকাল ৯টার দিকে সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের মরদেহের ময়নাতদন্ত করেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তিন সদস্যের চিকিৎসক দল।
এই দলের প্রধান ডা. আশরাফুল আলম বলেন, এখনই বলা সম্ভব নয় কি থাকছে ময়নাতদন্ত প্রতিবেদনে। ঈদের ছুটির পর ময়নাতদন্ত রিপোর্ট দেওয়া হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ