শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বনানীর সুইটড্রিম হোটেলে মদ, অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খাগড়াছড়িতে দুই পক্ষের সংঘর্ষ, দোকানপাটে অগ্নিসংযোগ সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রী গ্রেফতার প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হলেন দুই সাংবাদিক শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৬ হত্যা মামলা ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ৬ শিক্ষার্থী আটক সম্পদের হিসাব দিতে হবে উপদেষ্টাদের, নীতিমালা অনুমোদন অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন যেসব দেশে অর্থপাচার হচ্ছে তাদের দায়ও কম নয়: টিআইবি হেলিকপ্টারে চট্টগ্রাম নেওয়া হলো সাবেক এমপি ফজলে করিমকে পদ্মায় ভেঙে পড়লো জাতীয় গ্রিডের বিদ্যুতের টাওয়ার শেখ হাসিনার কোনো ক্ষমা নেই: ফখরুল ‘নতুন কোনো ইটাভাটার অনুমতি নয়, ৩৪৯১টি অবৈধ ইটভাটা বন্ধ করা হবে’ সময় থাকতে শেখ হাসিনাকে ফেরত পাঠান, ভারতের উদ্দেশে দুদু ইউক্রেনে যাচ্ছে ভারতের অস্ত্র: রিপোর্ট ঢাবিতে চোর সন্দেহে হত্যা : তিন অভিযুক্ত গ্রেফতার ভৈরবে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও তার প্রেমিকের মত্যুদণ্ড ইসলামী ব্যাংকের সঙ্গে ফরেন রেমিট্যান্স হাউসের মতবিনিময় কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তিপত্র পেলো ইসলামী ব্যাংক নেতানিয়াহুসহ শীর্ষ কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা গ্রেফতার ১ জন

নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক নেই: ফরহাদ মজহার

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯ বার পড়া হয়েছে

নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন কবি ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার।

তিনি বলেন, ‘গণতন্ত্র হলো রাষ্ট্রের একটা ধরন। বাড়িটা হলো রাষ্ট্র আর বাড়িটা কে নিয়ন্ত্রণ করবে সেটা হচ্ছে নির্বাচন। বাড়ির ঠিক নাই সেখানে কী নির্বাচন করবেন! এজন্যই বারবার বলা হচ্ছে গঠনের (সংস্কারের) কথা। এই সরকারকে এসব বিষয় ঠিক করতে হবে। না হলে মারাত্মক ভুল হবে।’

বুধবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ‘গণঅভ্যুত্থান-২৪: জনআকাঙ্ক্ষা ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে দ্য ভয়েস অব টাইমস।

আলোচনা সভায় ফরহাদ মজহার বলেন, ‘তরুণদের বুদ্ধিজীবীদের নেতিবাচক হিসেবে মনে করলে হবে না। এটার চর্চা না থাকলে সেই রাষ্ট্রে হাজার হাতুড়ি পিটিয়ে গণতন্ত্র আনতে পারবেন না। গণঅভ্যুত্থানকে কখনো পুরোনো সংবিধানে ঢোকানো যায় না। আর তার জন্য জবাবদিহি করতে হবে।’

তিনি বলেন, ‘তরুণরা ম্যাচের কাঠি জ্বালিয়েছে। তরুণরা কাজটা শুরু করেছে, জনগণ সাড়া দিয়েছে। আজ এই বিজয়টা চলে গেলো তাদের হাতে যারা জনগণ থেকে বিচ্ছিন্ন।’

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে এ রাজনৈতিক বিশ্লেষক বলেন, ‘এটা খুব ভালো লক্ষণ নয়। আমরা চেয়েছিলাম পুলিশ সংস্কার করা। তা হয়নি। পুলিশ না আসলে তাদের পলাতক ঘোষণা করা উচিত। আগে পুলিশ মাসে লাখ টাকা আয় করতো, তারা তো এই দুই-চার টাকার জন্য ফিরে আসবে না। আগে থেকেই এটা ভাবা উচিত ছিল। তরুণরা ভেবেছিল বিপ্লব ডিনার পার্টি, এটা ডিনার পার্টি না।’

ফরহাদ মজহার আরও বলেন, ‘ছাত্ররা একটি নাগরিক কমিটি করেছে, কিন্তু সব রাজনৈতিক দল সেটাকে সন্দেহের চোখে দেখছে। তারা বলছে তোমরা নাগরিক কমিটি করো, কিন্তু এই সরকারের ক্ষমতা নিয়ে আরেকটি কিংস পার্টি হয়ো না। এখন যেটা দরকার সেটি হলো বিপুল বুদ্ধিবৃত্তিক আন্দোলন। চিন্তার পরিবর্তন এবং সেই পরিবর্তনের মধ্যদিয়ে রাষ্ট্র গঠন করা। যে ভিত্তিটা কারও পক্ষে অস্বীকার করা সম্ভব হবে না। সেই ভিত্তি তৈরি হলে কোনো দেশের পক্ষে নতুন বাংলাদেশ তৈরি হতে কোনো বাধা থাকবে না।’

 

বুদ্ধিজীবীরা সমাজ বদলাননি- তরুণরা এমনটা বলছেন। এ বিষয়ে ফরহাদ মজহার বলেন, ‘বুদ্ধিজীবীদের কথা শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না এমন কথা একজন তরুণ বলেছেন। একটা কথা মনে রাখতে হবে, বুদ্ধিজীবিতা ছাড়া কোনো বড় ঘটনা বা বাংলাদেশকে গঠন করতে পারবো না।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভয়েস অব টাইমসের সম্পাদক মোহাম্মদ ফারুকুল ইসলাম। উপস্থিত ছিলেন- সাংবাদিক ওলীউল্লাহ নোমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পল্টন থানার আমির শাহীন আহমেদ খান, লেখক ও গবেষক সারোয়ার তুষার প্রমুখ।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com