বাংলা৭১নিউজ, ঢাকা: নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করে জাতীয় ঐক্যফ্রন্ট-প্রধান ড. কামাল হোসেন জানিয়েছেন, তাঁরা যেকোনো পরিস্থিতিতেই নির্বাচন বর্জন করবেন না। তাঁরা নির্বাচনে যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তুলবেন।
আজ বুধবার রাজধানীর মতিঝিলে নিজের চেম্বারে সাংবাদিকদের এসব কথা বলেন ড. কামাল হোসেন। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য দিয়েছে।
ড. কামাল হোসেন বলেন, ‘সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের আশঙ্কা আছে। তবে আমাদের শেষ পর্যন্ত নির্বাচন ধরে রাখতে হবে, যাতে তারা বলতে না পারে যে আমরা নির্বাচন থেকে সরে গেছি।’
ঐক্যফ্রন্টের আহ্বায়ক বলেন, ‘ভোট দেওয়া আমাদের অধিকার। কেন আমরা অধিকার ছেড়ে দেব? আমরা এরই মধ্যে জনমত গঠন করেছি এবং যেকোনো ধরনের নির্বাচনী অনিয়ম জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করব।’
ঐক্যফ্রন্ট-প্রধান আরো জানান, জনগণের সহায়তা নিয়ে তারা ভোট জালিয়াতি রোধ এবং সঠিক গণনা ও নির্বাচনের ফল ঘোষণা নিশ্চিত করবে।
মতিঝিল জোনের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নিজের বৈঠক বিষয়ে ড. কামাল বলেন, ‘নিরাপত্তা নিয়ে কথা বলতে পুলিশ কর্মকর্তারা এসেছিলেন এবং এ বিষয়ে তাঁরা আন্তরিকভাবে আলোচনা করেছেন।’
‘নিরাপত্তা বিষয়ে আলোচনার’ জন্য পুলিশ কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল আজ দুপুর ১২টা ১০ মিনিটে মতিঝিলে ড. কামালের চেম্বারে যায়। সূত্র: এনটিভি অনলাইন।
বাংলা৭১নিউজ/জেএস