মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অস্ত্র মামলায় দণ্ড থেকে খালাস পেলেন মাওলানা নিজামী পুলিশের চাকরি হারিয়ে ছিনতাইয়ে নামেন হাকিম সিআইএ’র চোখে ধুলো দিয়ে চে গেভারার ডায়েরি যেভাবে কিউবা পৌঁছেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে চলছে সাকরাইন উৎসব দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর কারাগারে সীমান্তে এখন কোন উত্তেজনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা সুদানে গোলাবর্ষণে নিহত অন্তত ১২০ ৩১ জানুয়ারির পর অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা ‘দিল্লি থেকে গণভবনে কে বসবে সেই সিদ্ধান্ত আর আসবে না’ নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলতে চায় না জাতিসংঘ ঘুষসহ হাতেনাতে গ্রেপ্তার পাসপোর্ট কর্মকর্তা পাকিস্তানে বিশাল স্বর্ণের খনির সন্ধান, বদলে যেতে পারে অর্থনীতি কুয়েতকে বাংলাদেশ থেকে আরও দক্ষ জনবল নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির স্বাধীন সাংবাদিকতার জন্য আর্থিক নিরাপত্তা দরকার : কামাল আহমেদ রিমান্ডে অসুস্থ কামরুল, নিয়ে আসা হয়েছে ঢামেকে বিনিয়োগ সংস্থাগুলোকে এক ছাতার নিচে আনার নির্দেশ প্রধান উপদেষ্টার কোরিয়ার অর্থায়নে আধুনিক ডেটা ওয়্যারহাউজ স্থাপন করবে বিবিএস বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর গ্রেপ্তার চার মাসে সাড়ে ১৮ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে ছাত্রজোট, পুলিশি বাধায় পথে সমাবেশ

নির্বাচন নিয়ে সরকার ও বিদেশিদের চাওয়া এক: সালমান এফ রহমান

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বিদেশিদের একটাই চাওয়া, বাংলাদেশে নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়। তাদের চাওয়া এবং সরকারের চাওয়া এক। সরকারও অবাধ-সুষ্ঠু নির্বাচন চায়। স্বাধীন নির্বাচন কমিশনও অবাধ-সুষ্ঠু নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর৷

তিনি বলেন, বিএনপি এক দফার দাবি আদায়ে ব্যর্থ হয়েছে। কারণ, জনগণ তাদের সঙ্গে নেই। এক দফা দাবিতে অনড় থাকলে বিএনপি নির্বাচনী বাস মিস করবে। তিনি দলটিকে এক দফা দাবি থেকে সরে এসে নির্বাচনী বাস ধরার পরামর্শ দিয়েছেন।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর দোহার জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দোহার উপজেলা আওয়ামী লীগের কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷

বিএনপি নেতাদের উদ্দেশে সালমান এফ রহমান বলেন, আপনারা যে আন্দোলন শুরু করেছেন তা কখনো সফল হবে না। কারণ, জনগণ আপনাদের সঙ্গে নেই৷ তাই এসব বাদ দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসুন।

বিদেশিরা বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে আগামীতে আর ক্ষমতায় দেখতে চায় না, বিএনপি নেতাদের এমন মন্তব্যকে ‘বিভ্রান্তিকর ও গুজব’ আখ্যা দিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ‘ডিজিটাল বাংলাদেশ’র সুযোগ নিয়ে বিএনপি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রোপাগান্ডা ছড়াতে ব্যস্ত। তাদের এসব গুজব থেকে সবাইকে সজাগ থাকতে হবে৷

সালমান এফ রহমান বলেন, আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। কেউ অংশগ্রহণ না করলে নির্বাচন থেমে থাকবে না।

তিনি বলেন, বিএনপি আন্দোলন করছে ফেসবুক ও ইউটিউবে। বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় সম্পর্কে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তবে তাদের ষড়যন্ত্র ধূলিসাৎ হয়েছে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগ সমর্থকদের কাছে ভোট চাওয়া ছাড়াও নিরপেক্ষ ও বিরোধীদের কাছে গিয়েও ভোট চাইতে হবে। ভোট দেওয়ার যেমন স্বাধীনতা আছে, তেমনই ভোট চাওয়ার স্বাধীনতাও আছে। উন্নয়নের নানা চিত্র সবার কাছে তুলে ধরে নৌকার জন্য ভোট চাওয়ার নির্দেশ দেন তিনি।

এসময় বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইলে এবং দলমত নির্বিশেষে সব ভোটারের কাছে যেতে পারলে নৌকার বিজয় সুনিশ্চিত জানিয়ে আগামী নির্বাচনে করণীয় সম্পর্কে নেতাকর্মীদের নির্দেশনা দেন সালমান এফ রহমান।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com