প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের (ইসি) পদত্যাগ চেয়ে ইসির সামনে বিক্ষোভ করেছে ‘নাগরিক সমাজ’ নামে একটি সংগঠন। সেই সঙ্গে নির্বাচন কমিশনের সংস্কারেরও দাবি করেছে তারা।
বুধবার (৪ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে তারা এ বিক্ষোভ সমাবেশ করেন।
এসময় তারা ইসি সংস্কারের দাবি সম্বলিত ব্যানার সেখানে টানিয়ে দেন।
বিক্ষোভ সমাবেশে ইসি সংস্কার ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মোট পাঁচ দফা দাবি জানানো হয়।
এর মধ্যে রয়েছে- আউয়াল কমিশনের পদত্যাগ, ২০১৮ সালের কেএম নূরুল হুদা কমিশনের বিচার, ২০১৪ সালের কাজী রকিব কমিশনের বিচার, বিগত সরকারের ‘দালাল’ কর্মকর্তাদের অপসারণ এবং দক্ষ, যোগ্য ও সৎ কর্মকর্তাদের পদায়ন।
বাংলা৭১নিউজ/এসএইচ