মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১৫৬ উপজেলায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা মত প্রকাশের স্বাধীনতায় ১২৮তম বাংলাদেশ পানিতে ডুবে দুই সন্তানের মৃত্যু, শোকে বারবার মূর্ছা যাচ্ছেন মা ঘর পাচ্ছে আরও ২০ হাজার ভূমিহীন পরিবার বাংলাদেশে চালের উৎপাদন বেড়েছে চারগুণেরও বেশি বাজার মনিটরিংয়ের বিষয়টি আবার সচল করা হবে জামায়াত নেতা এটিএম আজহারের দুই বছরের কারাদণ্ড নিষেধাজ্ঞায় তাদের অপকর্ম থামেনি: ফখরুল ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা চট্টগ্রামে নির্বাচনে সংঘর্ষ, অতিরিক্ত পুলিশ মোতায়েন উপজেলা নির্বাচন : স্ট্রোক করে মারা গেছেন ১ ভোটার ও ১ আনসার ‘ভাইদের কোনো লাইসেন্স ছিল প্রমাণ দিতে পারলে শাস্তি মেনে নেব’ ভূতের গলিতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু পুলিশি বাধায় বাংলাদেশ ব্যাংকের সামনে যেতে পারেনি গণসংহতির মিছিল ‘আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা নিয়ে আমার কোনো মন্তব্য নেই’ ভিসানী‌তির অধীনে সাবেক সেনাপ্রধানকে নিষেধাজ্ঞা দেয়নি যুক্তরাষ্ট্র কুড়িগ্রামে জাল ভোট দিতে গিয়ে আটক ১, ১৫ দিনের সাজা রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে মার্কিন ভূমিকার অভিযোগ অস্বীকার যুক্তরাষ্ট্রের গোটা বাংলাদেশ কাঁটাতারের বেড়ায় আটকে আছে : রিজভী শরীয়তপুরে চেয়ারম্যানপ্রার্থীর সমর্থকদের হামলায় ১০ সাংবাদিক আহত

নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না মেঘনার দ্বিতীয় রেলসেতুর কাজ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬
  • ১১০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না ভৈরবের মেঘনা নদীর ওপর দ্বিতীয় রেলসেতু নির্মাণ কাজ। এ অবস্থায়, ব্যয় না বাড়ালেও প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে আরো ছয় মাস। সংশ্লিষ্টরা বলছেন, বিগত বছরগুলোতে রাজনৈতিক অস্থিরতা আর প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্যাহত হয়েছে সেতু নির্মাণ। তবে, আগামী ডিসেম্বরের মধ্যেই নতুন সেতুর ওপর দিয়ে ট্রেন চলাচল করতে পারবে বলে আশা প্রকল্প সংশ্লিষ্টদের।

রাজধানী ঢাকার সঙ্গে বন্দরনগরী চট্টগ্রামের পণ্য ও যাত্রী পরিবহনের অন্যতম মাধ্যম রেলপথ। তাই যাত্রী সেবার মান বাড়াতে নেয়া, ঢাকা-চট্টগ্রাম রেললাইন ডাবল লেনে উন্নীতকরণের কাজ এগিয়ে চলেছে দ্রুতগতিতে।

এ প্রকল্পের আওতায় ২০১৩ সালের ডিসেম্বরে মেঘনা নদীর ওপর দ্বিতীয় ভৈরব রেলসেতু নির্মাণে কাজ শুরু করে ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান ইরকন ও এফকনস।

প্রকল্পের মেয়াদ অনুযায়ী চলতি জুনেই এ সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা। কিন্তু, এখনো নির্মাণ কাজ শেষ না হওয়ায় প্রকল্পের মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

দ্বিতীয় ভৈরব রেলসেতুর প্রকল্প ব্যবস্থাপক অমিয়াংশু দাশ বলেন, ‘যখন আমরা প্রোজেক্ট শুরু করি তখন হরতাল-অবরোধ ছিল তাছাড়া গত বছর বন্যা হয়েছিল। এসব কারণে কিছু দেরি হয়েছে। অন্যথায় কোন সমস্যা হয়নি। কাজের অগ্রগতি ভালোই চলছে।’

রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পের মেয়াদ বাড়ানো হলেও ব্যয় বাড়ানো হয়নি। আর, বর্ধিত সময়ের মধ্যেই ব্রিজটি রেলওয়ের কাছে হস্তান্তরের আশা করছেন করছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

দ্বিতীয় ভৈরব রেলসেতুর প্রকল্প পরিচালক আবদুল হাই বলেন, ‘এই জুনেই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু একটু সময় লাগবে কারণ গত বছর বৃষ্টি বন্যা হয়েছিল তাছাড়া কিছু সময় হরতাল-অবরোধের কারণে কাজ করা যায়নি। আমরা আশা করছি ডিসেম্বরে সম্পূর্ণ কাজ শেষ হবে।’

রেলপথ মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাসুদ করিম বলেন, ‘ব্যয় মূলত বাড়বে না। তবে কাজ যেভাবে চলছে যদি এই সময়ের মধ্যে সম্পূর্ণ শেষ নাও হয় তাহলে আমার মনে হয় এর চেয়ে অতিরিক্ত হয়ত দুই থেকে তিন মাস সময় বেশি লাগতে পারে। কিন্তু আমরা আশা করছি এই সময়ের মধ্যে সম্পন্ন হবে। কাজের মানও ভাল হচ্ছে। এবং কাজ চলছেও দ্রুত গতিতে।’

ভারতের এলওসি ফান্ডের অর্থায়নে মেঘনা নদীর ওপর ১ দশমিক দুই কিলোমিটার দীর্ঘ দ্বিতীয় ভৈরব রেলসেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে পাঁচশ’ ৬৭ কোটি টাকা।

বাংলা৭১নিউজ/এসএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com