রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গণঅভ্যুত্থানে আহত-নিহতদের তালিকা প্রকাশসহ ৯ দাবি শেখ পরিবারের ছয় সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ‘দেশের ৬ কোটি শ্রমিকের আইনি সুরক্ষা ও মজুরির মানদণ্ড নেই’ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে যে ব্যাখ্যা দিলেন ভারতীয় হাইকমিশনার মণিপুরে আসাম রাইফেলসের ক্যাম্পে হামলা উত্তেজিত জনতার রেমিট্যান্স আহরণে ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেলো ইসলামী ব্যাংক মির্জা ফখরুলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ নতুন করে ভ্যাট আরোপ হবে সরকারের নির্দয় সিদ্ধান্ত : জিএম কাদের মোবাইল-ইন্টারনেট সেবায় ভ্যাট প্রত্যাহার না করলে এনবিআর ঘেরাও রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করল আরব আমিরাত এবার মহাশূন্যে বাঁধ দিয়ে বিদ্যুৎ প্রকল্প বানাবে চীন! ভারতীয় হাইকমিশনারকে তলব সাধারণ নির্বাচনকে ‘সর্বশ্রেষ্ঠ ও ঐতিহাসিক’ করতে চায় সরকার টানা দ্বিতীয় ম্যাচে জাকিরের ঝড়, সিলেটের চ্যালেঞ্জিং পুঁজি কাউন্সিল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে বিএনপি নেতা নিহত বগুড়া বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে হেনরীর জমি, ফ্ল্যাটসহ স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেশে এইচএমপি ভাইরাস শনাক্ত ২৬ ফুট লম্বা স্যান্ডেল, গিনেসে নাম উঠছে সানিয়ার দীর্ঘমেয়াদী ও বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

‘নিরাপদ খাদ্য ও নির্মল বাতাসের জন্য ছাদ বাগানের বিকল্প নেই’

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নিরাপদ খাদ্য এবং নির্মল বাতাসের জন্য ছাদ বাগানের প্রচার প্রসার করা ছাড়া উপায় নেই। বর্তমান প্রেক্ষাপটে বায়ু ও ধুলাদূষণ কমাতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

রোববার (১২ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে ঢাকার শেকড় সংগঠনের উদ্যোগে আয়োজিত ‘বৈশ্বিক উষ্ণতা নিরসনে ছাদ বাগানের গুরুত্ব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ছাদ বাগান নিয়ে সেমিনারের আয়োজন আপাত দৃষ্টিতে ছোট মনে হলেও এটি তাৎপর্যপূর্ণ। কারণ গাছ পরিবেশ দূষণ কমাতে সহায়ক ভূমিকা পালন করে। বর্তমান প্রেক্ষাপটে নিরাপদ খাদ্যের জন্য এটি খুবই জরুরি। সেজন্য ছাদ বাগানের পাশাপাশি বারান্দা বাগানেও মানুষকে উৎসাহিত করা উচিত।

আমাদের আশপাশে অধিকাংশ বাসায়ই ছাদে বাগান করার সুযোগ থাকে না। কিন্তু এক চিলতে হলেও বারান্দা থাকে। সেই বারান্দায় কাঁচা মরিচ, ধনে পাতা, বেগুন উৎপাদন করে চাহিদা মেটানো সম্ভব। আমার মনে হয়, আপনি যদি বারান্দায় চারটি টবে বেগুন আর কাঁচা মরিচ লাগান তাহলে এগুলো আর কিনে খেতে হবে না।

তিনি বলেন, মানুষকে বেশি দিন সবুজ থেকে দূরে রাখা যায় না। সেজন্যই এখন ছাদ বাগানে মানুষের আগ্রহ বাড়ছে। তাছাড়া বায়ুদূষণ নিয়ন্ত্রণের জন্য স্থানীয় সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্মল বাতাসের জন্য এবং বিশুদ্ধ খাবারের জন্য ছাদ বাগান জরুরি। আমাকে আপনারা পরিবেশবাদী হিসেবেই চেনেন। এমন অনেক সময় হয়, যখন রাত আড়াইটার সময়ও পরিবেশের অন্যান্য সমস্যার জন্য ফোন আসে।

অথচ অভিযুক্ত বিষয়টি ভূমি মন্ত্রণালয় সংশ্লিষ্ট। তারপরও সবাই আমাকে ফোন করে কারণ আমাকেই তারা সবসময় পরিবেশবাদী হিসেবে চেয়ে থাকে। আমরা বলতে চাই, এই ঘোষণাটি আসতে হবে স্থানীয় সরকারের কাছ থেকে। স্থানীয় সরকার ঢাকা শহরের সবগুলো ছাদে বাগান করার জন্য প্রধান এবং কর্মসূচি নিতে পারে।

উপদেষ্টা আরও বলেন, ঢাকা শহরের ধুলা এবং বায়ুদূষণ এক বছরে কেউ কমাতে পারবে না। এটি সম্ভবও নয়। কিন্তু বায়ুদূষণ কমানোর বড় উপায় হচ্ছে ধুলাদূষণ কমানো। আমাদের আইল্যান্ডগুলো (সড়ক বিভাজক) অনাবৃত থাকে। অথচ পুরো মাটিগুলো যদি ঘুরে দেওয়া যায় তাহলে ধূলার প্রকোপ অনেকাংশই কমে যাবে। সেখানেও সবুজায়ন অনেক বেশি জরুরি। আমরা আগামী বর্ষা থেকেই এই কার্যক্রম শুরু করব।

ছাদ বাগানে নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, আমার বাসার ছাদ বাগানে লাউ গাছে সর্বোচ্চ ২১টি লাউ ধরেছে। বেগুন, কাঁচা মরিচ অনেকদিন আমাকে কিনে খেতে হয়নি। কৃষি মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় একসঙ্গে মিলে এ বিষয়ে পদক্ষেপ নিলে ভালো ফল আসবে।

সেমিনারে সংগঠনটির অ্যাডমিন মোতালেব মাশরেকীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূইয়াঁ, গ্রিনওয়াচ ঢাকার সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, কৃষি মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক কৃষিবিদ ড. মেহেদী মাসুদ, ছাদ বাগান বিশেষজ্ঞ গোলাম হায়দার ও জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য মমিন হোসেন।

বাংলা৭১নিউজ/একে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com