বাংলা৭১নিউজ, ঢাকা: নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ চাইলে ভারত সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব সুব্রামানিয়াম জয়শংকর। আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন।
বৈঠকে বাংলাদেশে জঙ্গি সংগঠন আইএসের অস্তিত্বের সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলেও ভারতের পররাষ্ট্রসচিব জানান।
উল্লেখ্য, বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহিদুল হকের আমন্ত্রণে দুই দিনের সফরে বুধবার বিকালে ঢাকায় আসেন জয়শংকর। সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন। এ সময় দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বিশ্বে মডেল বলে উল্লেখ করেন তিনি।
আজ রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় পররাষ্ট্র সচিব শহিদুল হকের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন জয়শংকর। বৈঠকে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের সার্বিক বিষয়ে আলোচনা হবে।
বাংলা৭১নিউজ/এমএস