বাংলা৭১নিউজ,ঢাকা: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর পূর্ণাঙ্গ রায় লেখা শেষ হয়েছে। উচ্চ আদালত সূত্রে জানা গেছে বিচারপতিদের স্বাক্ষরের পরই তা প্রকাশ করা হবে।
গত বৃহস্পতিবার আলবদর এই নেতার রিভিউ আবেদন খারিজ করে ফাঁসির আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। সে অনুযায়ী বিচারপতিদের স্বাক্ষর শেষে রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশের পর তা পাঠানো হবে কেন্দ্রীয় কারাগারে।
এদিকে, রোববার রাতে কাশিমপুর কারাগার থেকে নিজামীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়। এ সময় কারাগারের চারপাশের নিরাপত্তা জোরদার করা হয়। নিরাপত্তা প্রহরীর পাশাপাশি অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়।
বাংলা৭১নিউজ/এসএইস