বাংলা৭১নিউজ,হিলি প্রতিনিধি: রাজশাহী থেকে নিখোঁজের দুই দিন পর হিলির চেচড়া সীমান্তে আসাদুল ইসলাম নামের এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। পরে ছেলেটির বাবার কাছে হস্তান্তর করেন হাকিমপুর থানা পুলিশ।
আজ শনিবার ভোরে হিলির পাশর্^বতী চেচঁড়া সীমান্ত এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ মোঃ-আনোয়ার হোসেন জানায়, রাজশাহী মহানগর শালবাগান এলাকার আব্দুল কুদ্দুস আলীর ছেলে আসাদুল ইসলাম গত ৭ই মার্চ নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে তার পরিবারের লোকজন অনেক খোজা খুজির পরও তাকে না পেয়ে জেলার চন্দ্রিমা থানায় ৭ তারিখেই একটি মিসিং ডাইরি করে,যার নংঃ-২৬২।
আজ সকালে স্থানীয় লোকজনের সহযোগিতায় হিলি-হাকিমপুর থানা পুলিশ তাকে উদ্ধার করে, তার কাছে থাকা একটি মোবাইল নাম্বারে ফোন করে তার পরিবারের সাথে যোগাযোগের করা হয়।এরপর তার বাবা আজ থানায় আসলে তাকে হস্তান্তর করা হয়।
বাংলা৭১নিউজ/এমএস