বাংলা৭১নিউজ, ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ জার্সির হোবোকেন’এ যাত্রীবাহী স্থানীয় একটি ট্রেন দূর্ঘটনায় একজনের নিহত হবার এবং শতাধিক লোকের আহত হবার খবর পাওয়া গেছে ।
বৃহস্পতিবার সকালের ব্যস্ত সময়ে ট্রেনটি স্টেশনের ভেতরেই আঘাত হানলে , বড় রকমের ক্ষয় ক্ষতি হয়েছে।
হোবোকেন নগরের মুখপাত্র উয়ান মেলি ভয়েস অফ আমেরিকাকে বলেন ট্রেনটি লাইনচ্যুত হয়ে প্ল্যাটফর্মের ওপর চলা শুরু করে।
নিউ ইয়র্ক সিটির এগারো কিলোমিটার দূরে অবস্থিত এই হোবোকনে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছুছেন তবে এই ট্রেন দূর্ঘটনার কারণ এখন ও জানা যায়নি।
বাংলা৭১নিউজ/সূত্র:ভোয়া