রাজধানীর ওয়ারি থানায় নাশকতার মামলায় বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক ও ঢাকা-৫ আসনের সাবেক এমপি সালাউদ্দিন আহমেদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ মো. আফতাবুজ্জামানের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২০১৫ সালের ৩০ জানুয়ারি রাজধানীর ওয়ারি থানায় এ মামলাটি দায়ের কর হয়। মামলায় বলা হয়, আসামিদের নির্দেশে অন্যান্য আসামিরা ২০১৫ সালের ৩০ জানুয়ারি দুপুর ২টার দিকে মেয়র হানিফ ফ্লাইওভারের গুলিস্তান টোল প্লাজার সামনে ঢাকা মেট্রো জ ১১-২২৪৯ নাম্বারের একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা মেরে অগ্নি সংযোগ ও গাড়ি ভাঙচুর করে।
বাংলা৭১নিউজ/এআরকে